‘মিঠুনের মাথা খুবই ভালো’
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Dec 2020 04:48 PM BdST Updated: 17 Dec 2020 11:10 PM BdST
-
চট্টগ্রামের নেতৃত্বে চমকে দিয়েছেন মিঠুন।
-
সালাউদ্দিনের ভরসা ছিল মিঠুনের ওপর।
অধিনায়ক হিসেবে মোহাম্মদ মিঠুনের কার্যকারিতা নিয়ে সংশয়ের অবকাশ ছিল টুর্নামেন্ট শুরুর আগে। একটু চুপচাপ স্বভাবের তিনি, নেতাসুলভ মনোভাব ও কতৃত্ব আগে দেখা গেছে কমই। সেই মিঠুনই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ট্রফি ছোঁয়া থেকে কেবল এক ম্যাচ দূরে এখন। তাদের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের মতে, যোগ্য হিসেবেই সাফল্যের দাবিদার মিঠুন।
গাজী গ্রুপ চট্টগ্রাম দলে দেশের পাঁচ সিনিয়র ক্রিকেটারের কেউ নেই। তবে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন ঘরোয়া ক্রিকেটে আবাহনীর মতো দলকে নেতৃত্ব দিয়েছেন, বিসিবি একাদশে অধিনায়কত্ব করেছেন। সৌম্য সরকার নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ ‘এ’ দলকে, বিসিবি একাদশকে।
লিটন দাস, শামসুর রহমানের মতো ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ ক্রিকেটাররা আছেন দলে। মিঠুনকে অধিনায়ক করার পর তাই বিস্মিত হয়েছিলেন অনেকে। কিন্তু তার নেতৃত্বে দারুণ ধারাবাহিক চট্টগ্রাম। প্রাথমিক পর্বে ৮ ম্যাচের ৭টি জিতে তারা পয়েন্ট তালিকার শীর্ষে ছিল অন্যদের ধরাছোঁয়ার বাইরে থেকে। পরে প্রথম কোয়ালিফায়ারে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে ঘুরে দাঁড়ায় দাপুটে জয়ে। টুর্নামেন্ট জুড়ে মিঠুনের বোলিং পরিবর্তন, মাঠ সাজানো ছিল বেশ নজরকাড়া।

সালাউদ্দিনের ভরসা ছিল মিঠুনের ওপর।
“মিঠুন কিন্তু ঘরোয়া ক্রিকেটে অনেকগুলো ম্যাচে অধিনায়কত্ব করেছে। ভালো দলে করেছে, আবাহনীতেও করেছে। অনেকেরই এটা একটা ভুল ধারণা যে মিঠুন আগে কখনও অধিনায়কত্ব করেনি। আমার মনে হয়, মিঠুনের মাথা খুবই ভালো এবং খুব ভালো সিদ্ধান্ত নিতে পারে। আমার ক্রিকেটাররাও বুঝতে পেরেছে যে মিঠুনের মাথা খুবই ভালো।”
“সেদিক দিয়ে লিটনেরও প্রশংসা অনেক করতে হবে। তারা দুজন মাঠে ছিল বলে আমাদের ছেলেদের জন্য অনেক সুবিধা হয়েছে, অনেক সিদ্ধান্ত নেওয়ার সুবিধা হয়েছে। সবদিক দিয়ে বলব, অধিনায়কত্ব করার মতো উপকরণ তার আছে। সে যদি ভালো ক্রিকেট খেলে, তাহলে তার অধিনায়ক হওয়ার মতো যোগ্যতা আছে।”
-
বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
-
রানের বন্যা বইয়ে সেরার লড়াইয়ে বেয়ারস্টো- মিচেল-রুট
-
ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
-
পাকিস্তানকে নেতৃত্ব দেওয়ার ‘প্রস্তাব পেয়েছিলেন’ শেহজাদ
-
টি-টোয়েন্টিতে বিবর্ণ লিটন পাশে পাচ্ছেন অধিনায়ককে
-
মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
-
লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
-
এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- ম্যাচ হেরে মাহমুদউল্লাহর যত আক্ষেপ
- বুয়েটের পর ঢাবিতেও প্রথম নটর ডেমের আসীর
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- উৎপল-বিউটির উদযাপনের লগ্ন এখন শোকের মঞ্চ