‘মিঠুনের মাথা খুবই ভালো’
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Dec 2020 04:48 PM BdST Updated: 17 Dec 2020 11:10 PM BdST
-
চট্টগ্রামের নেতৃত্বে চমকে দিয়েছেন মিঠুন।
-
সালাউদ্দিনের ভরসা ছিল মিঠুনের ওপর।
অধিনায়ক হিসেবে মোহাম্মদ মিঠুনের কার্যকারিতা নিয়ে সংশয়ের অবকাশ ছিল টুর্নামেন্ট শুরুর আগে। একটু চুপচাপ স্বভাবের তিনি, নেতাসুলভ মনোভাব ও কতৃত্ব আগে দেখা গেছে কমই। সেই মিঠুনই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ট্রফি ছোঁয়া থেকে কেবল এক ম্যাচ দূরে এখন। তাদের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের মতে, যোগ্য হিসেবেই সাফল্যের দাবিদার মিঠুন।
গাজী গ্রুপ চট্টগ্রাম দলে দেশের পাঁচ সিনিয়র ক্রিকেটারের কেউ নেই। তবে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন ঘরোয়া ক্রিকেটে আবাহনীর মতো দলকে নেতৃত্ব দিয়েছেন, বিসিবি একাদশে অধিনায়কত্ব করেছেন। সৌম্য সরকার নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ ‘এ’ দলকে, বিসিবি একাদশকে।
লিটন দাস, শামসুর রহমানের মতো ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ ক্রিকেটাররা আছেন দলে। মিঠুনকে অধিনায়ক করার পর তাই বিস্মিত হয়েছিলেন অনেকে। কিন্তু তার নেতৃত্বে দারুণ ধারাবাহিক চট্টগ্রাম। প্রাথমিক পর্বে ৮ ম্যাচের ৭টি জিতে তারা পয়েন্ট তালিকার শীর্ষে ছিল অন্যদের ধরাছোঁয়ার বাইরে থেকে। পরে প্রথম কোয়ালিফায়ারে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে ঘুরে দাঁড়ায় দাপুটে জয়ে। টুর্নামেন্ট জুড়ে মিঠুনের বোলিং পরিবর্তন, মাঠ সাজানো ছিল বেশ নজরকাড়া।

সালাউদ্দিনের ভরসা ছিল মিঠুনের ওপর।
“মিঠুন কিন্তু ঘরোয়া ক্রিকেটে অনেকগুলো ম্যাচে অধিনায়কত্ব করেছে। ভালো দলে করেছে, আবাহনীতেও করেছে। অনেকেরই এটা একটা ভুল ধারণা যে মিঠুন আগে কখনও অধিনায়কত্ব করেনি। আমার মনে হয়, মিঠুনের মাথা খুবই ভালো এবং খুব ভালো সিদ্ধান্ত নিতে পারে। আমার ক্রিকেটাররাও বুঝতে পেরেছে যে মিঠুনের মাথা খুবই ভালো।”
“সেদিক দিয়ে লিটনেরও প্রশংসা অনেক করতে হবে। তারা দুজন মাঠে ছিল বলে আমাদের ছেলেদের জন্য অনেক সুবিধা হয়েছে, অনেক সিদ্ধান্ত নেওয়ার সুবিধা হয়েছে। সবদিক দিয়ে বলব, অধিনায়কত্ব করার মতো উপকরণ তার আছে। সে যদি ভালো ক্রিকেট খেলে, তাহলে তার অধিনায়ক হওয়ার মতো যোগ্যতা আছে।”
-
কনুইয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন
-
২ ঘণ্টা কাজে লাগিয়ে মাহমুদউল্লাহর ‘ভালো’ প্রস্তুতি
-
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউথ্যাম্পটনে: সৌরভ
-
টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
-
মুমতা হেনার দারুণ বোলিংয়ে ফাইনালে বাংলাদেশ নীল
-
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অনিশ্চিত আর্চার
-
মেয়েদের নতুন টুর্নামেন্ট, বিশ্বকাপে বাড়ছে দল
-
অ্যালেনের তিন ছক্কায় সিরিজ উইন্ডিজের
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের