৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে ফার্গুসন

দীর্ঘ সময়ের জন্য লকি ফার্গুসনকে পাচ্ছে না নিউ জিল্যান্ড। পিঠের চোটে অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই পেসারকে। তবে দলের প্রধান কোচ গ্যারি স্টেড মৌসুমের শেষ দিকে তাকে পেতে আশাবাদী।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2020, 04:01 PM
Updated : 16 Dec 2020, 04:01 PM

ফলে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে নিশ্চিতভাবেই খেলা হচ্ছে না ফার্গুসনের। অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজে খেলার সম্ভাবনাও নেই খুব একটা।

স্টেড জানান, গতিময় এই পেসারের মেরুদণ্ডে সামান্য চিড় ধরা পড়েছে। তিনি চিকিৎসাধীন আছেন। তবে তার কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই। কেবল বিশ্রাম ও পুনর্বাসন জরুরি।

আগামী ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজে খেলার সম্ভাবনা রয়েছে ফার্গুসনের। সেই সিরিজ দিয়ে কিংবা মার্চে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফিরতে পারেন তিনি।

নিউ জিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত একটি টেস্ট, ৩৭টি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি খেলেছেন ফার্গুসন। ২৯ বছর বয়সী এই পেসারের নামের পাশে রয়েছে ৯০টি আন্তর্জাতিক উইকেট।