পাকিস্তান সিরিজে নেই ডি গ্র্যান্ডহোম

ওয়েস্ট ইন্ডিজের পর এবার পাকিস্তান সিরিজেও কলিন ডি গ্র্যান্ডহোমকে পাচ্ছে না নিউ জিল্যান্ড। চোট থেকে সেরে না ওঠায় টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন এই অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2020, 10:03 AM
Updated : 15 Dec 2020, 10:35 AM

দুই ম্যাচের টেস্ট সিরিজের দল অবশ্য এখনও দেয়নি নিউ জিল্যান্ড। তবে আসছে লাল বলের সিরিজে ডি গ্র্যান্ডহোমকে না পাওয়ার বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করেন দলটির প্রধান কোচ গ্যারি স্টেড। এরই মধ্যে ঘোষিত টি-টোয়েন্টি সিরিজের দলেও রাখা হয়নি ৩৪ বছর বয়সী এই ক্রিকেটারকে।

গত ফেব্রুয়ারি-মার্চে সবশেষ টেস্ট খেলেছেন ডি গ্র্যান্ডহোম, ভারতের বিপক্ষে। জাতীয় দলের হয়ে সাদা পোশাকে ২৪ ম্যাচ খেলেছেন তিনি।

এদিকে সন্তান-সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটিতে আছেন কেন উইলিয়ামসন। খেলেননি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে। পাকিস্তান সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির আগে অধিনায়ককে পাওয়ার আশা করছে নিউ জিল্যান্ড।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। টি-টোয়েন্টি তিনটি হবে ১৮, ২০ ও ২২ ডিসেম্বর। এরপর দুই টেস্টের প্রথমটি শুরু ২৬ ডিসেম্বর, পরেরটি ৩ জানুয়ারি।