অস্ট্রেলিয়ার ঘাড়ে উইলিয়ামসনদের নিঃশ্বাস

রেটিং পয়েন্ট সমান। দশমিক পয়েন্টেও দুই দলের পার্থক্য খুবই সামান্য। তাতে আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে নিউ জিল্যান্ডের চেয়ে এগিয়ে অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2020, 04:02 PM
Updated : 14 Dec 2020, 04:02 PM

ওয়েস্ট ইন্ডিজ, নিউ জিল্যান্ডের দুই টেস্টের সিরিজ শেষে সোমবার আইসিসি জানায়, টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। নিউ জিল্যান্ড আছে দুইয়ে।

অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১১৬.৪৬১। কেন উইলিয়ামসনদের পয়েন্ট ১১৬.৩৭৫।

ঘরের মাঠে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছে নিউ জিল্যান্ড। দুটি ম্যাচেই স্বাগতিকরা জিতেছে ইনিংস ব্যবধানে।

হ্যামিল্টনে প্রথম ম্যাচ নিউ জিল্যান্ড জিতেছিল ইনিংস ও ১৩৪ রানে। ওয়েলিংটনে দ্বিতীয় ম্যাচে জয় ইনিংস ও ১২ রানের।

১১৪ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ভারত। চারে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ১০৬। শ্রীলঙ্কা (৯১) আছে পাঁচে।

সেরা দশের পরের পাঁচটি স্থানে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা (৯০), পাকিস্তান (৮৫), ওয়েস্ট ইন্ডিজ (৭৭), বাংলাদেশ (৫৫) ও জিম্বাবুয়ে (১৮)।