অস্ত্রোপচারের পর স্বস্তি নিয়ে মুমিনুলের ফেরা
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Dec 2020 07:19 PM BdST Updated: 13 Dec 2020 07:19 PM BdST
হাত বেশির ভাগ সময় ঝুলিয়ে রাখতে হচ্ছে স্লিংয়ে। খুব সতর্কও থাকতে হচ্ছে, ক্ষতে ঘাম লাগলে ইনফেকশন হতে পারে। আঙুল নাড়ানো বা ঝাঁকুনি লাগানো যাবে না কোনোমতেই। অস্বস্তির উপকরণ প্রচুর। তার পরও মুমিনুল হকের মনে স্বস্তির কমতি নেই। অস্ত্রোপচার খুব ভালো হয়েছে। সেরে ওঠার গতি ভালো। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে পারার আশাও তার প্রবল হয়েছে আরও।
গত ২৮ নভেম্বর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ম্যাচে ফিল্ডিংয়ের সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পান মুমিনুল। পরে স্ক্যান করিয়ে ধরা পড়ে চিড়। সিদ্ধান্ত হয় অস্ত্রোপচারের। ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য বাংলাদেশ সফরকে ভাবনায় রেখেই দ্রুত অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত হয়। গত বৃহস্পতিবার দুবাইয়ে হয়ে যায় অস্ত্রোপচার। রোববার মুমিনুল ফেরেন দেশে।
অস্ত্রোচার করানোর আগে শঙ্কার মেঘ একটু ছিল মুমিনুলের মনে। দেশে ফেরার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানালেন, দুর্ভাবনার কালো মেঘ সরে গেছে অনেকটাই।
“ এখন খুব ভালো আছি, কারণ অপারেশন খুব ভালো হয়েছে। খুব স্পর্শকাতর ছিল ইনজুরিটা, যে জায়গায় লেগেছে, ব্যাটিংয়ের জন্য ওটার ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। একটু টেনশন ছিল। তবে খুব ভালোভাবেই শেষ হয়েছে সব।”
“ যদিও মাত্র তিন দিন হলো, তার পরও মনে হচ্ছে, রিকভারি দ্রুত হচ্ছে। কিছুদিন সাবধান থাকতে হবে, ড্রেসিং করাতে হবে। কিছু নিয়ম মেনে চলতে হবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না।”
দুবাইয়ে চিকিৎসক যে ধারণা দিয়েছেন মুমিনুলকে, তাতে সুস্থ হয়ে মাঠে ফিরতে চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। তবে আরও পরিষ্কার করে বোঝা যাবে সময়ের সঙ্গে। কত দ্রুত সেরে উঠছেন তিনি, ব্যথা কতটা থাকছে, ফিজিওথেরাপির সময় কীভবে সাড়া দেয় আঙুল, এসব কিছুর ওপরে নির্ভর করবে তার ফেরার সময়।

দুবাইয়ের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিসিবির মেডিকেল বিভাগ মুমিনুলের মাঠে ফেরার প্রক্রিয়া চূড়ান্ত করে ফেলবে। আঙুলের চোট হওয়ায় কিছু ফিটনেস ট্রেনিং মুমিনুল চালিয়ে যেতে পারবেন কদিন পর থেকে। এরপর ধাপে ধাপে বিভিন্ন প্রক্রিয়া মেনে যেতে হবে।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেও তার দল গাজী গ্রুপ চট্টগ্রামের খবর তিনি রেখেছেন নিয়মিতই। ৮ ম্যাচে ৭ জয়ে ফাইনালের লড়াইয়ে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম। দলের দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন দাস দারুণ খেলছেন। মিডল অর্ডার অবশ্য খুব ভালো করতে পারেনি, কঠিন পরীক্ষাও তাদের দিতে হয়েছে কম।
তবে এটির ইতিবাচক দিকও দেখছেন মুমিনুল। দলের জন্য শুভ কামনা জানালেন তিনি।
“ সৌম্য-লিটন আশা করি ফর্ম ধরে রাখবে। মিঠুন, মোসাদ্দেকরা রান পায়নি ততটা। একদিক থেকে ভালোই হয়েছে, ওদেরটা জমা আছে। নিশ্চয়ই সামনে ভালো খেলবে! মুস্তাফিজ-শরিফুল দুর্দান্ত বোলিং করছে। আশা করি চট্টগ্রাম বাকি ম্যাচগুলিতেও এভাবে দারুণ খেলবে।”
-
২ ঘণ্টা কাজে লাগিয়ে মাহমুদউল্লাহর ‘ভালো’ প্রস্তুতি
-
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউথ্যাম্পটনে: সৌরভ
-
টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
-
মুমতা হেনার দারুণ বোলিংয়ে ফাইনালে বাংলাদেশ নীল
-
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অনিশ্চিত আর্চার
-
মেয়েদের নতুন টুর্নামেন্ট, বিশ্বকাপে বাড়ছে দল
-
অ্যালেনের তিন ছক্কায় সিরিজ উইন্ডিজের
-
এবার পিটারসেনদের কাছে হার রফিকদের
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ৪১তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবি
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের