অস্ট্রেলিয়াকে স্বস্তি দিয়ে স্টার্কের ফেরা

ডেভিড ওয়ার্নার নেই, উইল পুকোভস্কি ছিটকে গেছেন। ক্যামেরন গ্রিনও আঘাত পেয়েছেন প্রস্তুতি ম্যাচে। এত সব দুঃসংবাদের ভীড়ে অস্ট্রেলিয়ার জন্য স্বস্তির খবর, ভারতের বিপক্ষে প্রথম টেস্টে খেলছেন মিচেল স্টার্ক। বাঁহাতি এই ফাস্ট বোলার সোমবার যোগ দিচ্ছেন দলের সঙ্গে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2020, 04:15 AM
Updated : 13 Dec 2020, 09:57 AM

পরিবারের একজনের অসুস্থতার কারণে ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের মাঝ থেকে সরে দাঁড়ান স্টার্ক। টেস্ট সিরিজ শুরুর আগে ফিরতে পারবেন কিনা, সেটা নিশ্চিত ছিল না। আপাতত সেই অনিশ্চয়তা কেটে গেছে।

স্টার্কের ফেরার খবরে উচ্ছ্বসিত তার নতুন বলের সঙ্গী জশ হেইজেলউড।

“ আমাদের জন্য দারুণ ব্যাপার যে স্টার্কি কালকে যোগ দিচ্ছে। দলের দারুণ গুরুত্বপূর্ণ অংশ সে, বোলিং আক্রমণের বড় অস্ত্র। বিশেষ করে, সবাই জানে গোলাপি বলের টেস্টে তার পরিসংখ্যান দুর্দান্ত। আমরা দুহাত বাড়িয়ে ওকে স্বাগত জানানোর অপেক্ষায়।”

অ্যাডিলেইডে বৃহস্পতিবার থেকে শুরু হবে বোর্ডার-গাভাস্কার ট্রফির দিন-রাতের টেস্ট। এখনও পর্যন্ত দিবা-রাত্রি টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার স্টার্ক, ৭ টেস্টে নিয়েছেন তিনি ৪২ উইকেট।