ময়মনসিংহে ১০০ বলের ক্রিকেটে মাহমুদউল্লাহ-আশরাফুল-মোসাদ্দেক
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Dec 2020 09:55 AM BdST Updated: 14 Dec 2020 04:02 PM BdST
ইংল্যান্ডে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দা হান্ড্রেড’ এবছর শুরু হওয়ার কথা থাকলেও পিছিয়ে গেছে কোভিড পরিস্থিতিতে। তবে ওই টুর্নামেন্টের ধারণা নিয়েই ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে ময়মনসিংহে। এই আসরে খেলবেন দেশের একঝাঁক জাতীয় তারকা ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের কয়েকজন।
ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট।পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে মিলিয়ে টুর্নামেন্টের কেতাবি নাম ওয়ালটন ময়মনসিংহ প্রিমিয়ার লিগ (এমপিএল)।
২১ ডিসেম্বর শুরু হবে ৫ দিনের এই টুর্নামেন্ট। দুটি সেমি-ফাইনাল ও ফাইনাল সরাসরি সম্প্রচার করা হবে দেশের প্রথম ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টি-স্পোর্টসে। সব খেলা হবে শহরের সার্কিট হাউজ মাঠে।
ময়মনসিংহের সন্তান মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, শুভাগত হোম, রকিবুল হাসান, আব্দুল মজিদের পাশাপাশি এই টুর্নামেন্টে বিভিন্ন দলে খেলবেন নাসির হোসেন, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, ইলিয়াস সানি, তৌহিদ হৃদয়, আকবর আলি, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমনরা।
আসরে অংশ নেবে ৬টি দল-ময়মনসিংহ রাইডার্স, ময়মনসিংহ থান্ডার, ময়মনসিংহ সিক্সার্স, ময়মনসিংহ টাইগার্স, ময়মনসিংহ ওয়ারিয়র্স ও ময়মনসিংহ ঈগলস।
তবে কোভিড পরিস্থিতিতে জাতীয় ক্রিকেটারদের এরকম একটি আসরে খেলা নিয়ে উঠছে প্রশ্ন। বিশেষ করে আগামী মাসেই যেখানে হওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। অনেক সতর্কতা মেনে জৈব-সুরক্ষা বলয় তৈরি করে এখন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ হচ্ছে ঢাকায়। এই টুর্নামেন্ট ক্রিকেটাররা বলয়ে না থাকলেও তাদের সাবধান থাকার কথা আগেই বলে দিয়েছে বোর্ড। সেখানে এরকম একটি টুর্নামেন্টে খেললে ঝুঁকির জায়গা থাকে অনেক।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান এটা নিয়ে বিস্ময় ও দুর্ভাবনার কথা জানালেন স্পষ্ট করেই।
“ এই ধরনের টুর্নামেন্টে ওদের খেলার কথা আমি জানতাম না। দেশের ভেতরের টুর্নামেন্টে তো আসলে অনাপত্তিপত্র নেওয়ার দরকার নেই। তবে ঝুঁকি তো অনেক থাকছেই। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে এরকম ঝুঁকি কোনোভাবেই নেওয়া ঠিক হবে না। আমরা বোর্ডে এটা নিয়ে অবশ্যই কথা বলব।”
-
কনুইয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন
-
২ ঘণ্টা কাজে লাগিয়ে মাহমুদউল্লাহর ‘ভালো’ প্রস্তুতি
-
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউথ্যাম্পটনে: সৌরভ
-
টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
-
মুমতা হেনার দারুণ বোলিংয়ে ফাইনালে বাংলাদেশ নীল
-
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অনিশ্চিত আর্চার
-
মেয়েদের নতুন টুর্নামেন্ট, বিশ্বকাপে বাড়ছে দল
-
অ্যালেনের তিন ছক্কায় সিরিজ উইন্ডিজের
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের