শ্রীলঙ্কা সফরে নেই স্টোকস-আর্চার

শ্রীলঙ্কার বিপক্ষে বেন স্টোকস ও জফ্রা আর্চারকে পাচ্ছে না ইংল্যান্ড। দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে ফিরেছেন জনি বেয়ারস্টো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2020, 02:36 PM
Updated : 11 Dec 2020, 02:36 PM

কদিন আগে বাবা হারিয়েছেন সময়ের সেরা অলরাউন্ডারদের একজন স্টোকস। পেসার আর্চারকে বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড। ভারত সফরে দলের এই দুই গুরুত্বপূর্ণ সদস্যকে পাওয়ার আশা করছে দলটি।

ইসিবি শুক্রবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। রিজার্ভ ক্রিকেটার হিসেবে দলে রাখা হয়েছে সাত জনকে। কিপার-ব্যাটসম্যান বেয়ারস্টো ইংল্যান্ডের হয়ে সবশেষ টেস্ট খেলেছেন গত বছরের ডিসেম্বরে, দক্ষিণ আফ্রিকায়।

কাঁধের চোটে ছিটকে পড়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান অলি পোপ। পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান ররি বার্নস।

শ্রীলঙ্কার গলে দর্শকশূন্য মাঠে হবে দুই টেস্টের সিরিজটি। কোভিড-১৯ এর ছোবলে গত মার্চে শ্রীলঙ্কা থেকে ফিরে এসেছিল ইংল্যান্ড দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই দুই টেস্টের প্রথমটি শুরু হবে ১৪ জানুয়ারি, দ্বিতীয়টি ২২ জানুয়ারি।

ইংল্যান্ড টেস্ট দল: জো রুট (অধিনায়ক), মইন আলি, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কারান, বেন ফোকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, ডম সিবলি, অলি স্টোন, ক্রিস ওকস, মার্ক উড।

রিজার্ভ: জেমস ব্রেসি, ম্যাসন ক্রেইন, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, ম্যাথু পার্কিনসন, অলি রবিনসন, অমর ভার্দি।