আয়ারল্যান্ড দলে নেই পোর্টারফিল্ড-র‌্যানকিন-ডকরেল

আগামী মাসে হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আয়ারল্যান্ড দলে জায়গা পাননি উইলিয়াম পোর্টারফিল্ড, বয়েড র‌্যানকিন ও জর্জ ডকরেল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2020, 06:23 PM
Updated : 10 Dec 2020, 06:23 PM

টানা দুই সিরিজের জন্য বৃহস্পতিবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।

আইরিশরা সবশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল গত অগাস্টে, ইংল্যান্ডের মাটিতে। ২-১ ব্যবধানে হারা সেই সিরিজের দলে থাকা বেশিরভাগই জায়গা ধরে রেখেছেন। বাদ পড়েছেন পোর্টারফিল্ড, র‌্যানকিন ও ডকরেল।

আর সন্তান-সম্ভবা স্ত্রীর পাশে থাকতে দলে নেই কিপার-ব্যাটসম্যান গ্যারি উইলসন। লর্কান টাকারের সঙ্গে ব্যাকআপ কিপার হিসেবে দলে নেওয়া হয়েছে ২০ বছর বয়সী নেইল রককে।

আরব আমিরাতে স্বাগতিকদের বিপক্ষে চারটি ওয়ানডে খেলবে আয়ারল্যান্ড। এরপর আরব আমিরাতেই আফগানিস্তানের বিপক্ষে খেলবে আইরিশরা; তিন ম্যাচের সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। সিরিজ দুটির সূচি ও ভেন্যু পরে ঘোষণা করা হবে।

আয়ারল্যান্ড দল: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, ডেভিড ডেলানি, গ্যারেথ ডেলানি, জস লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, জেমস ম্যাককলাম, কেভিন ও’ব্রায়েন, নেইল রক, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার, ক্রেইগ ইয়াং।