সূচি অনুযায়ীই শ্রীলঙ্কার দ. আফ্রিকা সফর

করোনাভাইরাসের প্রকোপে ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফর মাঝপথে স্থগিত হলে দেশটিতে শ্রীলঙ্কার সফর নিয়েও শঙ্কা জাগে। তবে অনিশ্চয়তার মেঘ কেটে গেছে। সূচি অনুযায়ীই হবে সিরিজটি, জানিয়েছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কুগান্দ্রি গোভেন্দের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2020, 05:03 PM
Updated : 10 Dec 2020, 05:03 PM

দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতে মাঠে গড়াচ্ছে দুই টেস্টের সিরিজটি। দক্ষিণ আফ্রিকার জৈব-সুরক্ষা বলয়ের পরিকল্পনায় শ্রীলঙ্কার চিকিৎসক দল সন্তুষ্ট হওয়ায় এসেছে এই ঘোষণা।

শ্রীলঙ্কার এই সিদ্ধান্তে বেশ খুশি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। বোর্ডের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান নির্বাহী কুগান্দ্রি।

প্রচলিত ‘বক্সিং-ডে’ ও ‘নিউ ইয়ার’ টেস্টের স্লট শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ দিয়ে পূরণ করবে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে ২৬ থেকে ৩০ ডিসেম্বর হবে প্রথম টেস্ট। ৩ থেকে ৭ জানুয়ারি জোহানেসবার্গে হবে পরেরটি। ম্যাচ দুটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।