সৌম্যর ব্যাটিং ঝড়ে চট্টগ্রামের জয়
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Dec 2020 07:21 PM BdST Updated: 10 Dec 2020 09:52 PM BdST
১০ ওভারে বিনা উইকেটে রান ৮৪। সেই দল কিনা শেষ পর্যন্ত দেড়শও করতে পারল না! মাঝারি স্কোর নিয়ে পরে বল হাতেও লড়াই করতে পারল না বরিশাল। দলের সেরা কয়েকজনকে বিশ্রাম দিয়েও চট্টগ্রাম অনায়াসে জিতে গেল সৌম্য সরকারের ঝড়ো ফিফটিতে।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শীর্ষ চারে থাকার গুরুত্বপূর্ণ লড়াইয়ে হেরে গেল ফরচুন বরিশাল। প্রাথমিক পর্বের শীর্ষস্থান নিশ্চিত করে গাজী গ্রুপ চট্টগ্রামের জয় ৭ উইকেটে।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার বরিশালকে ১৪৯ রানে আটকে চট্টগ্রাম জিতে যায় ৮ বল বাকি রেখে।
দুই দফায় জীবন পেয়ে ৭ চার ও ৩ ছক্কায় ৩৭ বলে ৬২ রানের ইনিংসে ম্যাচের সেরা সৌম্য।
টস হেরে ব্যাটিংয়ে নামা বরিশালকে দুর্দান্ত শুরু এনে দেন সাইফ হাসান ও তামিম ইকবাল। সাইফ খেলেন ৩৩ বলে ৪৬ রানের ইনিংস। দুইবার জীবন পেয়ে তামিম করেন ৩৯ বলে ৪৩। কিন্তু শুরুর ধারা ধরে রাখতে পারেননি পরের ব্যাটসম্যানরা। প্রথম ১০ ওভারে ৮৪ রান তোলা দল পরে ১০ ওভারে তোলে কেবল ৬৫।
বরিশালের দুই ওপেনারকে আউট করার পাশাপাশি মোসাদ্দেক হোসেন ৪ ওভারে দেন মাত্র ১৬ রান।
আগেই শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হওয়ায় এই ম্যাচে চট্টগ্রাম বিশ্রাম দেয় দারুণ ফর্মে থাকা লিটন দাস, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও রকিবুল হাসানকে।

মেহেদি বঞ্চিত একটু পর আবার। এবার ১৪ রানে তামিম ক্যাচ দেন উইকেটের পেছনে, চট্টগ্রাম অধিনায়ক মোহাম্মদ মিঠুন গ্লাভসে ঠিকমতো জমাতেই পারেননি।
তামিম যখন ধুঁকছেন, সাইফ তখন উড়ছেন। নাহিদুল ইসলামের অফ স্পিনে লং অন ও লংফ দিয়ে নান্দনিক দুটি ছয়ের পর ওই ওভারেই কাট করে মারেন বাউন্ডারি। পরে ওই মেহেদিকে দুটি বাউন্ডারি মেরে তামিম আভাস দেন ছন্দে ফেরার। বরিশাল পেয়ে যায় বড় স্কোরের ভিত।
সাইফের বিদায় দিয়ে বরিশালের খেই হারানোর শুরু। মোসাদ্দেকের বলে বেরিয়ে এসে খেলতে গিয়ে এলবিডব্লিউ হন তিনি। দ্রুতই সঙ্গীকে অনুসরণ করে তামিম ফিরতি ক্যাচ দেন মোসাদ্দেককে।
আগের ম্যাচে রেকর্ড গড়া সেঞ্চুরি করা পারভেজ হোসেন ইমন এবার একটি করে চার-ছক্কায় ১৪ করেই থেমে যান। তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুররা পারেননি টিকতে। শেষ দিকে আফিফ হোসেনের ১৬ বলে ২৮ রানের ইনিংস বরিশালকে নিয়ে যায় দেড়শর কাছে।
লিটন না থাকায় সৌম্যর সঙ্গে চট্টগ্রামের ইনিংস শুরু করেন সৈকত আলি। ইনিংসের প্রথম বলে তার বাউন্ডারিতেই শুরু হয় রান তাড়া। দুজনই দুই পাশ থেকে খেলতে থাকেন শট। ১০ রানে সুমন খানের বলে সৌম্যর সহজ ক্যাচ ছাড়েন আফিফ। সৈকত জীবন পান ৩১ রানে।

৬২ রান করে সৌম্য যখন ফিরলেন, চট্টগ্রামের জয় তখন নাগালে। মিঠুন ৩ রানে আউট হলেও জিততে কোনো সমস্যা হয়নি তাদের। মাহমুদুল হাসান জয় অপরাজিত থেকে যান ২৭ বলে ৩১ রান করে।
৭ ম্যাচে চট্টগ্রামের এটি ষষ্ঠ জয়। সমান ম্যাচে বরিশাল হারল পঞ্চমবার। রাজশাহী ও বরিশালের পয়েন্ট ৪। প্রাথমিক পর্বের শেষ দিনে শনিবার ফয়সালা হবে সেরা চারের শেষ দলের।
সংক্ষিপ্ত স্কোর:
ফরচুন বরিশাল: ২০ ওভারে ১৪৯/৬ ( সাইফ ৪৬, তামিম ৪৩, পারভেজ ১৪, হৃদয় ৪, আফিফ ২৮*, মিরাজ ১, ইরফান ২, সুমন ৬*; নাহিদুল ৩-০-২৮-০, মেহেদি ৪-০-৩২-০, সঞ্জিত ৪-০-২২-২, রুয়েল ২-০-২২-০, মোসাদ্দেক ৪-০-১৬-২, জিয়াউর ৩-০-২৫-২)।
গাজী গ্রুপ চট্টগ্রাম: ১৮.৪ ওভারে ১৫৩/৩ (সৈকত ৩৯, সৌম্য ৬২, মাহমুদুল ৩১, মিঠুন ৩, মোসাদ্দেক ১২*; মিরাজ ৪-০-৩২-১, তাসকিন ৪-০-৩১-০, সাকিল ২.৪-০-২৩-০, সুমন ৪-০-৩০-২, কামরুল ৩-০-২৭-০, সাইফ ১-০-৯-০)।
ফল: গাজী গ্রুপ চট্টগ্রাম ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: সৌম্য সরকার।
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
-
নিজের ভূমিকা বুঝতে পারছে ইবাদত: ডোনাল্ড
-
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- সাক্কুকে কি ‘চ্যালেঞ্জের মুখে’ ফেললেন নিজাম