১৩ বছর পর পাকিস্তানে যাচ্ছে দ. আফ্রিকা

কিছুদিন আগে নিশ্চিত করেছে ইংল্যান্ড। এবার পাকিস্তান সফরে যাওয়ার কথা জানাল দক্ষিণ আফ্রিকা। দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী বছর দেশটিতে যাবে তারা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2020, 01:35 PM
Updated : 9 Dec 2020, 01:35 PM

দুই দেশের ক্রিকেট বোর্ড বুধবার বিবৃতি দিয়ে সিরিজের বিষয়টি নিশ্চিত করেছে। সবশেষ ২০০৭ সালের অক্টোবরে পাকিস্তান সফরে দুটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলেছিল দক্ষিণ আফ্রিকা।

আগামী ১৬ জানুয়ারি পাকিস্তানে যাবে দক্ষিণ আফ্রিকা। এরপর নির্দিষ্ট সময় থাকতে হবে তাদের কোয়ারেন্টিনে। ২৬ জানুয়ারি করাচিতে শুরু হবে প্রথম টেস্ট। পরের টেস্ট রাওয়ালপিন্ডিতে, ৪ ফেব্রুয়ারি থেকে।

টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ হবে লাহোরে। যথাক্রমে ১১, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি হবে ম্যাচ তিনটি।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পরের ৬ বছর পাকিস্তানে হয়নি কোনো আন্তর্জাতিক ক্রিকেট। এরপর সেখানে ফিরতে শুরু করে ক্রিকেট। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ তৃতীয় দল হিসেবে পাকিস্তানে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। গত বছর শ্রীলঙ্কা ও এই বছরের শুরুতে বাংলাদেশ সেখানে টেস্ট খেলে এসেছে।