কোহলির আগামী ৫ বছরের ভরসা পান্ডিয়া

চোটের কারণে অলরাউন্ড ভূমিকা আপাতত বাদ। তবে অস্ট্রেলিয়া সফরে ব্যাট হাতেই ম্যাচের পর ম্যাচ ভারতের নায়ক হার্দিক পান্ডিয়া। তার দুর্দান্ত ব্যাটিংয়ে মুগ্ধ অধিনায়ক বিরাট কোহলি বলছেন, আগামী ৪-৫ বছর পান্ডিয়ার ওপর ভরসা রাখতে পারে ভারত।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2020, 04:42 AM
Updated : 8 Dec 2020, 04:42 AM

গত রোববার পান্ডিয়ার ২২ বলে ৪২ রানের ইনিংসে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করে ভারত। দারুণ ওই জয়ে ম্যাচ সেরা ছিলেন পান্ডিয়া। এর আগে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৭৬ বলে অপরাজিত ৯২ করে তিনি হয়েছিলেন ম্যান অব দা ম্যাচ। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারত হারলেও পান্ডিয়ার ৭৬ বলে ৯০ রানের ইনিংস আশা জাগিয়েছিল দলকে।

এই ম্যাচগুলিতে পান্ডিয়া কখনও দলকে বিপর্যয় থেকে টেনে নিয়েছেন, কখনও ফিনিশারের ভূমিকা পালন করেছেন দারুণভাবে।

টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ভারতীয় অধিনায়ক কোহলি বললেন, প্রতিভার সঙ্গে অভিজ্ঞতার সমন্বয়ে পান্ডিয়া হয়ে উঠেছেন কার্যকর একজন।

“সহজাত প্রতিভা তার ছিলই। আইপিএলে প্রচুর ম্যাচ খেলে এবং ভারতের হয়ে খেলে এখন সে অভিজ্ঞও হয়ে উঠেছে। এখন সে উপলব্ধি করতে পেরেছে, সময় হয়েছে আগামী ৪-৫ বছর ভারতের মিডল অর্ডারের ভরসা হয়ে ওঠার, যে কিনা ম্যাচ জেতাতে পারে যে কোনো অবস্থা থেকে।”

“ এরকম একজন ফিনিশার দলে প্রয়োজন এবং সে আমাদের জন্য সেরকম একজনই হয়ে উঠছে। সে ক্ষুধার্ত। তাকে স্রেফ উন্নতি করে যেতে হবে।”