স্থগিত দ.আফ্রিকা-ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ

করোনাভাইরাসের আঘাতে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যে ওয়ানডে সিরিজটি না হওয়ার সম্ভাবনা জেগেছিল প্রবল। শেষ পর্যন্ত সেটাই হলো। আপাতত স্থগিত করা হয়েছে দুই দলের এই সিরিজ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2020, 01:57 PM
Updated : 7 Dec 2020, 01:57 PM

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সম্মতিতে হয়েছে এই সিদ্ধান্ত। বিবৃতি দিয়ে সোমবার দুই বোর্ড জানায়, আইসিসির সুপার লিগের অংশ হওয়ায় সিরিজটির বাকি দুই ম্যাচ ভবিষ্যতে খেলার ইচ্ছার কথা।

গত শুক্রবার শুরু হওয়ার কথা ছিল দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। কিন্তু স্বাগতিকদের একজনের শরীরে কোভিড-১৯ ধরা পড়ায় দুই দিন পিছিয়ে দেওয়া হয় প্রথম ম্যাচ।

ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা দল যে হোটেলে ছিল, সেখানকার দুই স্টাফের শরীরে করোনাভাইরাস শনাক্তের খবর আসে রোববার ম্যাচের দিন। পরে পরিত্যক্ত করা হয় প্রথম ওয়ানডে।

পরের দুই ম্যাচ হওয়ার কথা ছিল সোম ও বুধবার। কিন্তু কোভিড পরিস্থিতির জটিলতায় দ্বিতীয়টিও পিছিয়ে দেওয়া হয় ম্যাচের আগের দিন।

মাঝে ইংল্যান্ড শিবিরের দুই সদস্যেরও কোভিড পজিটিভ হওয়ার খবর আসে গণমাধ্যমে। এরপরই এলো অনির্দিষ্টকালের জন্য সিরিজটি পিছিয়ে দেওয়ার ঘোষণা।