প্রস্তুতি পর্ব শেষে মাঠে নামার অপেক্ষায় মাশরাফি
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Dec 2020 05:53 PM BdST Updated: 07 Dec 2020 05:53 PM BdST
দলের অনুশীলন ছিল না। কিন্তু নিজের অনুশীলন ছিল জরুরি। টিম হোটেলে ওঠার আগে আরেকটি বোলিং সেশন কাটালেন মাশরাফি বিন মুর্তজা। এবার তার মাঠে নামার পালা। মঙ্গলবারই তাকে দেখা যেতে পারে মাঠের লড়াইয়ে।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনা। লম্বা বিরতির পর এই ম্যাচ দিয়েই ফিরতে পারেন মাশরাফি।
হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে গত মঙ্গলবার প্রথম বোলিং করেন মাশরাফি। সেদিন চার ওভার বোলিং করেছিলেন। সোমবার মিরপুর একাডেমি মাঠে ছোট রান-আপে কয়েকটি ডেলিভারির পর পুরো রান আপে বল করেন ৬ ওভার। মোবাইলে ভিডিও করে সামনের পায়ের ল্যান্ডিং ও ফলো থ্রু পরখ করে নেন কয়েকবার।
কোভিড পরীক্ষায় নেগেটিভ হওয়ার আনুষ্ঠানিকতাও সারা হয়ে গেছে এর মধ্যে। সোমবারই তার জৈব-সুরক্ষা বলয়ে ঢুকে যাওয়ার কথা।
গত ১৬ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে খেলেছিলেন মাশরাফি। দীর্ঘ বিরতি শেষে দেশে ক্রিকেট কার্যক্রম ক্রমে স্বাভাবিক হতে শুরু হলেও হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে বাইরে ছিলেন তিনি।
চোটের কারণেই তার নাম ছিল না বঙ্গবন্ধু টি-টোয়েন্টির প্লেয়ার্স ড্রাফটে। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বিসিবি জানিয়েছিল, মাশরাফি ফিট হয়ে উঠলে কোনো দল চাইলে তাকে নিতে পারবে, একাধিক দল আগ্রহী হলে লটারি হবে। তিনি বোলিংয়ে ফেরার পর তাকে পেতে আবেদন জানায় ৪ দল। রোববার লটারিতে তার ঠাঁই হয় খুলনা দলে।
-
কনুইয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন
-
২ ঘণ্টা কাজে লাগিয়ে মাহমুদউল্লাহর ‘ভালো’ প্রস্তুতি
-
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউথ্যাম্পটনে: সৌরভ
-
টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
-
মুমতা হেনার দারুণ বোলিংয়ে ফাইনালে বাংলাদেশ নীল
-
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অনিশ্চিত আর্চার
-
মেয়েদের নতুন টুর্নামেন্ট, বিশ্বকাপে বাড়ছে দল
-
অ্যালেনের তিন ছক্কায় সিরিজ উইন্ডিজের
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- বিস্ফোরক সাক্ষাৎকার: মেগান বললেন, তার ছেলের গায়ের রঙ নিয়ে উদ্বেগ ছিল ব্রিটিশ রাজপরিবারে
- আবার বার্সা সভাপতি লাপোর্তা
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ৪১তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবি