নিউ জিল্যান্ডের মিচেলের শাস্তি

হ্যামিল্টন টেস্টে প্রতিপক্ষ খেলোয়াড়ের উদ্দেশে বাজে ভাষা ব্যবহার করায় শাস্তি পেয়েছেন নিউ জিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেল। ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2020, 01:58 PM
Updated : 6 Dec 2020, 01:58 PM

নিউ জিল্যান্ডের ইনিংস ব্যবধানে জেতা ম্যাচের তৃতীয় দিন শনিবারের ঘটনা এটি। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৬২তম ওভারে অধিনায়ক জেসন হোল্ডার রান নেওয়ার সময় তার কাছাকাছি গিয়ে বাজে ভাষা ব্যবহার করেন মিচেল। রোববার ম্যাচ শেষে তার শাস্তির কথা জানায় আইসিসি।

দোষ স্বীকার করে ম্যাচ রেফারি জেফ ক্রোর দেওয়া শাস্তি মেনে নেন মিচেল। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।