ফিটনেস পরীক্ষায় উতরে অপেক্ষায় মাশরাফি

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মঙ্গলবারই মাঠে দেখা যেতে পারে মাশরাফি বিন মুর্তজাকে। ফিটনেস পরীক্ষায় উতরে এখন দল পাওয়ার অপেক্ষায় আছেন অভিজ্ঞ এই পেসার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2020, 08:00 AM
Updated : 6 Dec 2020, 08:00 AM

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরে রোববার সকালে ফিটনেস পরীক্ষা হয় মাশরাফির। পরে বিসিবির ট্রেনার তুষার কান্তি হাওলাদার নিশ্চিত করেন উতরে যাওয়ার খবর, “স্কোর জানানোর নিয়ম নেই আমাদের। তবে মাশরাফি বেশ ভালো করেছে, ভালোভাবেই পাশ করেছে।”

ফিটনেস পরীক্ষা শেষে কোভিড পরীক্ষার জন্য মাশরাফির নমুনা নেওয়া হয়। নেগেটিভ হলে তিনি ঢুকে যাবেন জৈব-সুরক্ষা বলয়ে। তার আগে অবশ্য তার দল নিশ্চিত হওয়ার ব্যাপার আছে।

এর মধ্যেই ফরচুন বরিশাল, জেমকন খুলনা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী মাশরাফিকে দলে পেতে আবেদন করেছে। আগ্রহ প্রকাশ করেছে বেক্সিমকো ঢাকা দলও। টুর্নামেন্ট শুরুর আগে বিসিবি জানিয়েছিল, টুর্নামেন্ট চলার সময় একাধিক দল মাশরাফিকে পেতে আগ্রহী হলে তাদের মধ্যে লটারি করা হবে।

সব প্রক্রিয়া শেষ হওয়ার কথা সোমবারের মধ্যেই। মঙ্গলবার তার দলের খেলা থাকলে তাই সেদিনই মাঠে দেখা যেতে পারে তাকে।

হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে ছিল না মাশরাফির নাম।