মুমিনুলের বদলি রুয়েল

গাজী গ্রুপ চট্টগ্রামের দুই বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের তোপে এমনিতেই দিশেহারা প্রতিপক্ষ ব্যাটসম্যানরা। এবার দলটিতে যোগ হলো আরেক বাঁহাতি পেসার। চোটে ছিটকে পড়া মুমিনুল হকের বদলি হিসেবে নেওয়া হয়েছে তরুণ বাঁহাতি পেসার রুয়েল মিয়াকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2020, 12:00 PM
Updated : 5 Dec 2020, 12:08 PM

গত বছর জাতীয় লিগের এক ম্যাচে সিলেটের হয়ে ইনিংসে ৮ উইকেটসহ ম্যাচে ১৩ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন রুয়েল। ৪টি প্রথম শ্রেণির ম্যাচে তার শিকার ১৮ উইকেট। টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মাত্র একটি। শনিবার তিনি অনুশীলন করেছেন চট্টগ্রাম দলের সঙ্গে।

ব্যাটসম্যানের বদলি হিসেবে পেসার নেওয়ার কারণ ব্যাখ্যা করলেন চট্টগ্রামের কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

“আসলে আমাদের বাড়তি একজন ব্যাটসম্যান আছেই, জয় (মাহমুদুল হাসান)। সে কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছে। আমাদের তাই মনে হয়েছে পেস বোলিংয়ে বিকল্প একজন বাড়ালে ভালো হয়।”

টুর্নামেন্টের চার ম্যাচের সবকটিতে জেতা চট্টগ্রামের হয়ে এখনও পর্যন্ত ১২ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারি মুস্তাফিজুর রহমান। শরিফুল নিয়েছেন ৭ উইকেট।

মুমিনুল আপাতত আঙুলের অস্ত্রোপচার করাতে দুবাই যাওয়ার অপেক্ষায় আছেন। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ দলের সম্ভাব্য সফরকে ভাবনায় রেখে দ্রুততম সময়ের মধ্যে তার অস্ত্রোচারের চেষ্টা চলছে।

চোটের কারণেই জেমকন খুলনা দল থেকে ছিটকে যাওয়া পেসার শফিউল ইসলামের বদলি হিসেবে যোগ দিয়েছেন সৈয়দ খালেদ আহমেদ।