মুস্তাফিজের সঙ্গে প্রতিযোগিতায় রোমাঞ্চিত শরিফুল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Dec 2020 05:02 PM BdST Updated: 05 Dec 2020 05:02 PM BdST
প্রতিপক্ষ যখন ব্যাটসম্যান, লক্ষ্য তাদের গুঁড়িয়ে দেওয়া। প্রতিযোগিতা যখন নিজেদের মধ্যে, চাওয়া তখন পরস্পরকে ছাড়িয়ে যাওয়া। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে এভাবেই যেন ছুটে চলেছেন মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে দুর্দান্ত বোলিং করে চলেছেন দুই বাঁহাতি পেসার। অভিজ্ঞ তারকার সঙ্গে বোলিং করা এবং তাকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা দারুণ উপভোগ করছেন তরুণ শরিফুল।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল চট্টগ্রাম। তাদের টানা চার জয়ে বড় অবদান এই দুই বাঁহাতি পেসারের।
একদিকে মুস্তাফিজের সুইং, কাটার আর অভিজ্ঞতার মিশেলে দারুণ ধারাবাহিকতা, আরেক দিকে শরিফুলের গতি, সুইং, ইয়র্ক, বাড়তি বাউন্স আর তারুণ্যের উচ্ছ্বাসে নিজেকে মেলে ধরার প্রয়াস। দুজন মিলে নাভিশ্বাস তুলে ছাড়ছেন প্রতিপক্ষের।
চার ম্যাচে মুস্তাফিজের শিকার ১২ উইকেট, টুর্নামেন্টের সর্বোচ্চ। গড় কেবল সাড়ে ৬, ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৫.১৪। শরিফুল নিয়েছেন ৭ উইকেট। গড় ১৩.৮৫। আক্রমণাত্মক বোলার বলেই হয়তো একটু খরুচে তিনি, তারপরও ওভারপ্রতি রান দিয়েছেন সাতের নিচে।

“মুস্তাফিজ ভাইয়ের সঙ্গে বল করে খুবই উপভোগ করছি। প্রতি ওভারে বোলিংয়ে যাওয়ার আগে উনি পরামর্শ দিয়ে থাকেন বা বলেন যে ম্যাচের পর ম্যাচ পরিস্থিতি অনুযায়ী কীভাবে বল করতে পারি। দুজনের মধ্যে ভালো একটি প্রতিযোগিতা চলছে। উনার সঙ্গে সবকিছু শেয়ার করা যায়। উনি সবকিছু বলে দেন কখন কীভাবে বল করতে হবে। খুব মজা লাগে উনার সঙ্গে বল করে।”
দলে মুস্তাফিজ থাকলেও তাকে একটু পুরনো বলে কাজে লাগাচ্ছে চট্টগ্রাম। চার ম্যাচেই নতুন বল সামলানোর দায়িত্ব পেয়েছেন শরিফুল। এটাও তার কাছে ভালো লাগছে দারুণ।
“নতুন বলে বোলিং উপভোগ করছি। কারণ সব পেস বোলারই চায় নতুন বলে বল করতে। পেসাররা আক্রমণাত্মক বল করতে পছন্দ করে। আমার ভালো লাগছে নতুন বলে বল করতে।”
বয়সভিত্তিক পর্যায় থেকেই শরিফুলের একটি নজরকাড়া ব্যাপার, বোলিংয়ের মতো শরীরী ভাষাতেও তিনি বেশ আগ্রাসী। প্রায় বল করার পর ফলো থ্রুতে ব্যাটসম্যানের দিকে এগিয়ে যাওয়া, চোখে চোখ রাখা, শরীরী ভাষায় আগুন ঝরানো, এসব তার মধ্যে দেখা যায় নিয়মিতই। শরিফুল জানালেন, এটা তার একদমই সহজাত।
“আগ্রাসী ভাবটা ইতিবাচক প্রভাব ফেলে। আর এটা আমার আগের অভ্যাস। ছোট বেলা থেকেই বোলিং করে অটোমেটিক চলে যাই ব্যাটসম্যানের কাছে। আগে থেকে পরিকল্পনা করে এমনটা করি না।”
-
আনন্দে ভাসছেন শরিফুল, সুযোগের অপেক্ষায় হাসান-মেহেদি
-
জয়ের দুয়ারে ইংল্যান্ড
-
বাংলাদেশের স্পিন চতুষ্টয় ভুলছে না উইন্ডিজ
-
দুই সিরিজ পর কেন্দ্রীয় চুক্তির সিদ্ধান্ত
-
সরাসরি বিশ্বকাপ খেলতে চায় উইন্ডিজ
-
তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
-
তামিম-সাকিবদের জার্সিতে স্বাধীনতার স্মারক
-
সুন্দর-শার্দুলের দৃঢ়তায় ভারতের স্বস্তির দিন
সর্বাধিক পঠিত
- নোয়াখালীতে ফের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলা
- শ্বাসরুদ্ধকর ফাইনালে বার্সাকে হারিয়ে বিলবাওয়ের উৎসব
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- করোনাভাইরাস: সাড়ে আট মাসের সর্বনিম্ন রোগী শনাক্ত
- সিদ্ধান্তের ভার মেসির ওপর ছাড়লেন কোচ
- স্পেনে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার
- তামিম-সাকিবদের জার্সিতে স্বাধীনতার স্মারক
- দলবেঁধে ধর্ষণ করিয়েছে স্বামী, অভিযোগ নারীর
- ১২ মাসের বেতন না দিলে পরিষদ বাতিল: তাজুল
- টিভি সূচি (রোববার, ১৭ জানুয়ারি ২০২১)