‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার জিতল ওয়েস্ট ইন্ডিজ

কোভিড-১৯ মহামারীর মধ্যে ইংল্যান্ডে পুরুষ ও নারী ক্রিকেট দল পাঠানোয় এ বছর মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসির ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2020, 11:17 AM
Updated : 4 Dec 2020, 11:17 AM

এক বিবৃতিতে বৃহস্পতিবার এই ঘোষণা দেয় ক্রিকেটের আইনকানুনের অভিভাবক সংস্থা হিসেবে পরিচিত অভিজাত এই ক্লাবটি।

গত জুনে ‘জৈব-সুরক্ষা’ বলয়ে থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলে ওয়েস্ট ইন্ডিজ। করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী সব ধরনের ক্রিকেট বন্ধ হয়ে যাওয়ার পর এই সিরিজ দিয়েই মাঠে ফেরে আন্তর্জাতিক ক্রিকেট।   

একই কারণে ভারত ও দক্ষিণ আফ্রিকার ইংল্যান্ড সফর ভেস্তে যাওয়ার পর গত সেপ্টেম্বরে দেশটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলে ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল।

কঠিন সময়ে ইংল্যান্ড সফরের জন্য পাকিস্তান, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডকেও সাধুবাদ জানিয়েছে এমসিসি।

গত অক্টোবরে ক্রিকেট রাইটার্স ক্লাবের পক্ষ থেকে একই পুরস্কার জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।