করোনাভাইরাস: পিছিয়ে গেল ইংল্যান্ড-দ. আফ্রিকার প্রথম ওয়ানডে

দক্ষিণ আফ্রিকা দলের আরও এক জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। যার প্রভাব পড়েছে তাদের ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে। দুই দলের প্রথম ওয়ানডে ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে দুই দিন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2020, 11:00 AM
Updated : 4 Dec 2020, 11:14 AM

কেপ টাউনে শুক্রবার বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় শুরু হওয়ার কথা ছিল তিন ম্যাচ সিরিজের প্রথমটি। এর ঘণ্টা খানেক আগে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ম্যাচটি পিছিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে। নতুন সূচিতে ম্যাচটি হবে আগামী রোববার।

সিরিজ শুরুর আগে বৃহস্পতিবার কোভিড-১৯ পরীক্ষা করা হয় দুই দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের। পরদিন জানা যায়, স্বাগতিকদের এক জনের ফল এসেছে পজিটিভ। আক্রান্তের নাম অবশ্য প্রকাশ করেনি তারা। পরে দুই দলের সুরক্ষার কথা চিন্তা করে দুই দেশের বোর্ড ম্যাচ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

এর আগে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে দক্ষিণ আফ্রিকার দুই জনের শরীরে এই ভাইরাস ধরা পড়ে। ওই দুই জনের নামও জানায়নি দেশটির বোর্ড।

ওয়ানডে সিরিজের পরের দুই ম্যাচ হবে সোমবার ও বুধবার।