শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী ক্রিকেটার এখন নাইজেরিয়ার কোচ
স্পোর্টস ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Dec 2020 10:15 AM BdST Updated: 01 Dec 2020 12:38 PM BdST
বিশ্ব ক্রিকেটে একটু একটু করে নিজেদের জায়গা গড়ে তোলার লড়াই করছে নাইজেরিয়া। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে তারা উপহার দিয়েছিল চমক। আরও এগিয়ে যাওয়ার চেষ্টায় এবার তারা জাতীয় দলের প্রধান কোচ ও হাই-পারফরম্যান্স পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সাবেক শ্রীলঙ্কান ব্যাটসম্যান আসাঙ্কা গুরুসিনহাকে।
শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য এই ব্যাটসম্যানের দায়িত্ব শুরু হয়ে যাচ্ছে সোমবার থেকে।
১৯৮৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে ৪১ টেস্ট ও ১৪৭ ওয়ানডে খেলেছেন গুরুসিনহা। ১৯৯৬ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর পথে বাঁহাতি এই ব্যাটসম্যান খেলেছিলেন ৬৫ রানের ইনিংস। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষে তিনি থিতু হন অস্ট্রেলিয়ায়। লেভেল ৩ কোচিং কোর্স সম্পন্ন করে কোচিং করান অস্ট্রেলিয়ার বিভিন্ন ক্লাব দলকে ও রাজ্য পর্যায়ে।
২০১৭ সালে গুরুসিনহা দেশে ফেরেন। বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেন শ্রীলঙ্কা জাতীয় দলের ম্যানেজার, নির্বাচক ও প্রধান ক্রিকেট পরিচালনা কর্মকর্তা হিসেবে। গত জুন থেকে তিনি অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়ার একটি ক্লাব দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছিলেন।
নাইজেরিয়া এ বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা ছাড়াও গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে নজর কেড়েছিল। ৫৪ বছর বয়সী গুরুসিনহা সেখানে ক্রিকেটারদের পাশাপাশি কোচিং করাবেন স্থানীয় কোচদেরও।
সর্বাধিক পঠিত
- মিনিকেট চাল: এক ফাঁকির নাম
- ‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- আমার পছন্দমতো সবকিছু হতে হবে, সেটা নয়: সাকিব
- এবার অটোপাস দেওয়া সম্ভব না: শিক্ষামন্ত্রী
- বাংলাদেশের প্রথম নৌপ্রধানের মৃত্যু
- দারুণ ছন্দে এগিয়ে চলেছেন ডি ইয়ং
- দলের ক্ষুধায় মন ভরেছে তামিমের