এখনও মিরাজের প্রেরণা এশিয়া কাপের ফাইনাল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Nov 2020 05:39 PM BdST Updated: 29 Nov 2020 06:00 PM BdST
প্রথম ম্যাচে শূন্য, পরের ম্যাচে ১। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে মেহেদী হাসান মিরাজের এই হলো প্রাপ্তি। ব্যাটিং ওপেন করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি ফরচুন বরিশালের অফ স্পিনিং অলরাউন্ডার। তবে ভালো করার আশা ছাড়ছেন না মিরাজ। তার প্রেরণা সেই ২০১৮ এশিয়া কাপের ফাইনালের ব্যাটিং।
ভারতের বিপক্ষে দুবাইয়ে সেই ম্যাচে চমক উপহার দিয়ে মিরাজকে ওপেন করিয়েছিল বাংলাদেশ। দারুণ কাজে লেগেছিল সেই ফাটকা। লিটন দাসের সঙ্গে ১২০ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন তিনি।
এরপর গত বিপিএলেও খুলনা টাইগার্সের হয়ে ব্যাটিং ওপেন করতে দেখা গেছে মিরাজকে। কয়েকটি ম্যাচে দারুণ পারফর্মও করেন। গোটা আসরে রান করেছিলেন ৩২.২২ গড়ে ও ১৩০.৬৩ স্ট্রাইক রেটে ২৯০।
সেসব থেকেই প্রেরণা পাচ্ছেন মিরাজ। দলের অনুশীলনের ফাঁকে রোববার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, নিজের ব্যাটিং সামর্থ্যে তার ভরসা আছে।
“আমি তো কম-বেশি ব্যাটিং করতে পারি। সেখান থেকেই বিশ্বাস এসেছে। সবচেয়ে বড় বিশ্বাস এসেছে এশিয়া কাপের ফাইনালে। এরপর থেকে আমার নিজের ভেতরে আত্মবিশ্বাস চলে এসেছে। আমি নিজেকেও বিশ্বাস করানোর চেষ্টা করছি যে, হয়তো ওপরে ব্যাটিং করতে পারব।”
“এশিয়া কাপের পর তো গত বছর ফ্র্যাঞ্চাইজিতেও ওপেন করেছি, এই বছরও করেছি। কিন্তু ওই ম্যাচের (এশিয়া কাপ ফাইনাল) পর থেকেই আত্মবিশ্বাসটা গড়ে উঠেছে।”
চলতি টুর্নামেন্টের প্রথম ম্যাচে শেষ ওভারে চার ছক্কা হজম করেছিলেন মিরাজ, জয়ের কিনারা থেকে হেরেছিল দল। পরের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি, চার ওভারে ১৮ রান দিয়ে নেন ২ উইকেট। এবার তার চাওয়া, ব্যাট হাতেও নিজেকে ফিরে পাওয়া।
“ব্যাটিংয়ে ভালো করতে পারছি না, কিন্তু সবসময় কথা বলছি। কোচের সঙ্গে কথা বলছি, তামিম ভাইয়ের সঙ্গেও কথা বলছি। আমার জন্য বড় একটা সুযোগ যে তামিম ভাইয়ের সঙ্গে ওপেনিং করছি। দুইটা ম্যাচে হয়তো ক্লিক করতে পারিনি, কিন্তু চেষ্টা করছি আরেকটু পরিপূর্ণভাবে খেলার। কীভাবে করলে ভালো হবে…নতুন বলে ব্যাটিং করার অভ্যাসটা ছিল, কিন্তু অনেকদিন ওইরকম করা হয়নি…অনুশীলনে চেষ্টা করছি যতটুকু সম্ভব করার।”
-
আনন্দে ভাসছেন শরিফুল, সুযোগের অপেক্ষায় হাসান-মেহেদি
-
জয়ের দুয়ারে ইংল্যান্ড
-
বাংলাদেশের স্পিন চতুষ্টয় ভুলছে না উইন্ডিজ
-
দুই সিরিজ পর কেন্দ্রীয় চুক্তির সিদ্ধান্ত
-
সরাসরি বিশ্বকাপ খেলতে চায় উইন্ডিজ
-
তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
-
তামিম-সাকিবদের জার্সিতে স্বাধীনতার স্মারক
-
সুন্দর-শার্দুলের দৃঢ়তায় ভারতের স্বস্তির দিন
সর্বাধিক পঠিত
- নোয়াখালীতে ফের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের মামলা
- শ্বাসরুদ্ধকর ফাইনালে বার্সাকে হারিয়ে বিলবাওয়ের উৎসব
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- করোনাভাইরাস: সাড়ে আট মাসের সর্বনিম্ন রোগী শনাক্ত
- সিদ্ধান্তের ভার মেসির ওপর ছাড়লেন কোচ
- স্পেনে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার
- দলবেঁধে ধর্ষণ করিয়েছে স্বামী, অভিযোগ নারীর
- তামিম-সাকিবদের জার্সিতে স্বাধীনতার স্মারক
- ১২ মাসের বেতন না দিলে পরিষদ বাতিল: তাজুল
- ইউভেন্তুসকে উড়িয়ে দিল ইন্টার