চোটে ছিটকে গেলেন মুমিনুল

কোভিড-১৯ থেকে সেরে উঠে মাঠে নামতে না নামতেই মুমিনুল হকের জন্য আরেকটি ধাক্কা। আঙুলের চোটে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ থেকে ছিটকে গেছেন গাজী গ্রুপ চট্টগ্রামের এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2020, 11:09 AM
Updated : 29 Nov 2020, 11:09 AM

জেমকন খুলনার বিপক্ষে শনিবার ফিল্ডিংয়ের সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পান মুমিনুল। দলের ৯ উইকেটের জয়ে পরে অবশ্য ব্যাটিং করেন তিনি। তবে এরপর বেড়ে যায় ব্যথা। নিজের দুর্ভাগ্যের কথা জানালেন মুমিনুল নিজেই।

“স্ক্যান করিয়েছি, চিড় ধরা পড়েছে। দেবাশীষ দা (বিসিবির প্রধান চিকিৎসক) দেখেছেন। উনি বলেছেন, তিন থেকে চার সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। আগামীকাল আবার ডাক্তার দেখাব।”

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল ১৮ ডিসেম্বর। মুমিনুলের জন্য এই আসর তাই শেষ বলেই ধরে নেওয়া যায়।

টুর্নামেন্টে চট্টগ্রামের ৯ উইকেটের দুই জয়ে ৮ ও ৫ রানে অপরাজিত ছিলেন মুমিনুল।