ফিলিপসের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বিধ্বস্ত উইন্ডিজ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Nov 2020 11:59 AM BdST Updated: 29 Nov 2020 12:40 PM BdST
-
ছবি : নিউ জিল্যান্ড ক্রিকেটের টুইটার।
-
ছবি : নিউ জিল্যান্ড ক্রিকেটের টুইটার।
টি-টোয়েন্টিতে চারে নেমে সেঞ্চুরি এমনিতেই কঠিন। পাওয়ার প্লের পর নেমে সেঞ্চুরি তো আরও কঠিন। বিধ্বংসী ব্যাটিংয়ে সেটিই করে দেখালেন গ্লেন ফিলিপস। তার রেকর্ড গড়া সেঞ্চুরি ও ডেভন কনওয়ের সঙ্গে রেকর্ড জুটিতে বিধ্বস্ত হলো ক্যারিবিয়ান বোলিং। সিরিজ জিতল নিউ জিল্যান্ড।
নিউ জিল্যান্ডের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে ফিলিপস খেলেন ৫১ বলে ১০৮ রানের ইনিংস। দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাউন্ট মঙ্গানুইতে রোববার সিরিজের কিউইদের জয় ৭২ রানের।
বে ওভালে ২০ ওভারে ২৩৮ রানের পাহাড় গড়ে নিউ জিল্যান্ড। ক্যারিবিয়ানরা থমকে যায় ১৬৬ রানে।
প্রথম দুই টি-টোয়েন্টিই জিতে কিউইরা জিতে নিল সিরিজ।
ফিলিপস সেঞ্চুরি স্পর্শ করেন ৪৬ বলে। নিউ জিল্যান্ডের হয়ে আগের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড ছিল কলিন মানরোর। ২০১৮ সালে একই প্রতিপক্ষের সঙ্গে এই মাঠেই, ৪৭ বলে।
তৃতীয় উইকেটে কনওয়ের সঙ্গে ফিলিপসের জুটি ১৮৪ রানের। তৃতীয় উইকেটে যা বিশ্বরেকর্ড, নিউ জিল্যান্ডের হয়ে যে কোনো জুটিতেই রেকর্ড।
রেকর্ড আছে আরও। পাওয়ার প্লের পর ব্যাটিংয়ে নেমে কোনো ব্যাটসম্যানের সবচেয়ে বেশি রান ফিলিপসের এই ১০৮। আগের রেকর্ড ছিল বাংলাদেশের বিপক্ষে ডেভিড মিলারের ১০১।
বৃষ্টিতে দেরিতে শুরু হওয়া ম্যাচে নিউ জিল্যান্ড ব্যাটিংয়ে নামে টস হেরে। মার্টিন গাপটিল ও টিম সাইফার্ট উদ্বোধনী জুটিতে তোলেন ৪৯ রান।

ছবি : নিউ জিল্যান্ড ক্রিকেটের টুইটার।
শুরুতে উইকেট একটু মন্থর ছিল। ফিলিপস ও কনওয়ে খানিকটা সময় নেন। ১০ ওভার শেষে দুজনেরই রান ছিল ১৫। এরপর ব্যাটিং তাণ্ডব চালানোর পালা।
১৩.২ ওভারের পর বৃষ্টিতে খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। বৃষ্টির পর উইকেটে বল আসতে থাকে একটু দ্রুত। ফিলিপস ও কনওয়ে সেটি কাজে লাগিয়ে বল আছড়ে ফেলেন মাঠের নানা প্রান্তে। বৃষ্টির পর ৬.৪ ওভারে রান আসে ৯৮!
ফ্যাবিয়ান অ্যালেনকে টানা তিনটি ছক্কা মারেন ফিলিপস, শেলডন কটরেলের ওভারে মারেন তিন চার, এক ছক্কা। কিমো পলকে এক ওভারে দুটি করে চার ও ছক্কা মারেন কনওয়ে।
১৯তম ওভারে সেঞ্চুরি স্পর্শ করে বাঁধনহারা উল্লাসে মাতেন ফিলিপস। ১০ চার ও ৮ ছক্কার ইনিংস খেলে ২৩ বছর বয়সী ব্যাটসম্যান আউট হন শেষ ওভারে।
ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামা কনওয়ে অপরাজিত থেকে যান ৪টি করে চার ও ছক্কায় ৩৭ বলে ৬৫ করে। দক্ষিণ আফ্রিকা থেকে নিউ জিল্যান্ডে এসে থিতু হওয়া এই ক্রিকেটার প্রথম টি-টোয়েন্টিতে করেছিলেন ২৯ বলে ৪১।
শেষ ১০ ওভারে নিউ জিল্যান্ড তোলে ১৫৪ রান, টি-টোয়েন্টিতে তাদের যা সর্বোচ্চ। সব দেশ মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ।
রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই হারায় ব্র্যান্ডন কিংকে। ব্যাটসম্যানদের কয়েকজন উইকেটে গিয়ে গোটা দুই চার-ছক্কা মেরেই বিদায় নেন। ৩০ রানও ছুঁতে পারেননি কেউ।
২ ছক্কায় আন্দ্রে ফ্লেচার করেন ১৪ বলে ২০। অভিষিক্ত কাইল মেয়ার্সের পরিসংখ্যানও হুবুহু এক। শিমরন হেটমায়ার ২৫ রান করতে খেলেন ৩২ বল।
মিচেল স্যান্টনারকে টানা চারটি ছক্বা মেরে ওই ওভারেই বিদায় নেন অধিনায়ক কাইরন পোলার্ড। শেষ দিকে ৩ ছক্কায় ১৮ বলে ২৬ করেন কিমো পল। কোনো পর্যায়েই মনে হয়নি, রান তাড়ায় জিততে পারে ওয়েস্ট ইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড : ২০ ওভারে ২৩৮/৩ (গাপটিল ৩৪, সাইফার্ট ১৮, কনওয়ে ৬৫*, ফিলিপস ১০৮, টেইলর ০; কটরেল ৪-০-৩৯-০, মেয়ার্স ১-০-১০-০, টমাস ৪-০-৪৪-১, পল ৪-০-৬৪-০, অ্যালেন ৩-০-৩৫-১, পোলার্ড ৩-০-৩৩-১, পাওয়েল ১-০-৯-০)।
ওয়েস্ট ইন্ডিজ : ২০ ওভারে ১৬৬/৯ ( ফ্লেচার ২০, কিং ০, হেটমায়ার ২৫, মেয়ার্স ২০, পুরান ৭, পোলার্ড ২৮, পাওয়েল ৯, অ্যালেন ১৫, পল ২৬*, কটরেল ১, টমাস ০*; সাউদি ৪-০-৪৯-১, জেমিসন ৪-০-১৫-২, ফার্গুসন ৪-০-২২-১, স্যান্টনার ৪-০-৪১-২, সোধি ৪-০-২৬-১, নিশাম ১-০-১২-১)।
ফল : নিউ জিল্যান্ড ৭২ রানে জয়ী
সিরিজ : ৩ ম্যাচ সিরিজে নিউ জিল্যান্ড ২-০তে এগিয়ে
ম্যান অব দা ম্যাচ : গ্লেন ফিলিপস
-
‘আসল দল আসছে’ ভারতকে পিটারসেনের হুঁশিয়ারি
-
তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
-
রেকর্ড গড়া অভিষেকেও আকিল হোসেনের আক্ষেপ
-
মলিন ক্রিকেটের দিনে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব
-
ফেব্রুয়ারির মধ্যেই ক্রিকেটারদের জন্য করোনাভাইরাসের টিকা
-
দলের কথা ভেবে প্রিয় পজিশন ভুলছেন সাকিব
-
উইকেট অনুযায়ী নিজেদের ব্যাটিংয়ে সন্তুষ্ট তামিম
-
কোহলিকে টপকে তিনে লাবুশেন
সর্বাধিক পঠিত
- বোলারদের দাপটে জিতল বাংলাদেশ
- কুষ্টিয়ার এসপিকে হাই কোর্টে তলব, অবমাননার রুল
- মলিন ক্রিকেটের দিনে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব
- নিজের ফ্ল্যাট থেকে মডেল নাজের লাশ উদ্ধার
- যা করতে এসেছিলাম, করেছি: বিদায়ী ভাষণে ট্রাম্প
- রুল খারিজ, ঢাকায় শুধু সবুজ রঙা সিএনজি অটোরিকশাই চলতে পারবে
- ২ ম্যাচ নিষিদ্ধ মেসি
- বাংলাদেশ ১১১৫, ওয়েস্ট ইন্ডিজ ১০৫
- নতুন চেহারার দ. আফ্রিকা টি-টোয়েন্টি দল
- করোনাভাইরাস: এক দিনে ৮ মৃত্যু, সাড়ে আট মাসে সবচেয়ে কম