৬৩ ম্যাচ পর আফ্রিদির ফিফটি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Nov 2020 10:13 AM BdST Updated: 28 Nov 2020 10:14 AM BdST
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দলের প্রথম ম্যাচে শহিদ আফ্রিদি খেলার কথাই ছিল না। কিন্তু অ্যান্টিবডি পরীক্ষা করিয়ে নাটকীয়ভাবে তার খেলার সুযোগ হলো শেষ মুহূর্তে। সেই ম্যাচে নেমেই পাকিস্তানি অলরাউন্ডার কাটালে দীর্ঘ এক খরা। ৩ বছর ৩ মাস পর পেলেন টি-টোয়েন্টিতে পঞ্চাশ ছোঁয়ার স্বাদ।
এলপিএলে শুক্রবার জাফনা স্ট্যালিয়ন্সের বিপক্ষে গল গ্ল্যাডিয়টর্সের হয়ে ৬ ছক্কায় ২৩ বলে ৫৮ রানের ইনিংস খেলেন আফ্রিদি। ২০ ওভারের ক্রিকেটে ফিফটির দেখা পেলেন তিনি ৬৩ ম্যাচ পর!
এই ম্যাচের আগে সবশেষ ২০১৭ সালের ২২ অগাস্ট ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে হ্যাম্পশায়ারের হয়ে ডার্বিশায়ারের বিপক্ষে ওপেন করতে নেমে তিনি করেছিলেন ৪৩ বলে ১০১। তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম ও এখনও পর্যন্ত একমাত্র সেঞ্চুরি সেটি।
ওই ম্যাচের পর এবার এলপিএলের এই ম্যাচটির আগে ৬৩ ম্যাচে ৫১ বার ব্যাট হাতে নেমেছেন আফ্রিদি। একবারও যেতে পারেননি ফিফটির কাছে। এই সময়টায় তার সর্বোচ্চ ছিল ২০১৯ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে সিলেট সিক্সোর্সের বিপক্ষে মিরপুরে ২৫ বলে অপরাজিত ৩৯ রান।
সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ৩২০ ম্যাচে তার ১ সেঞ্চুরির পাশে ফিফটি মোটে ১০টি। ৪ হাজার ৩৮০ রান করেছেন ১৮.৫৪ গড় ও ১৫৪.৩৮ স্ট্রাইক রেটে।

গত জুনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পরে সুস্থ হন আফ্রিদি। শুক্রবার ম্যাচের আগে পরীক্ষার ফল আসে। ৪০ বছর বয়সী এই ক্রিকেটারের শরীরে অ্যান্টিবডির উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। তার মাধ্যমে তাই কোভিড ছড়ানোর শঙ্কা নেই। আয়োজকরা অনুমতি দেন তাকে মাঠে নামা।
এই আসরে গল দলকে নেতৃত্বেও দিচ্ছেন আফ্রিদি। ঝড়ো ফিফটির পর বল হাতে ৪ ওভারে ২০ রানে উইকেটশূন্য ছিলেন তিনি। তার দল জিততে পারেনি, ১৭৬ রান তাড়ায় জাফনা জিতেছে ৮ উইকেটে।
-
ফিল্ডিং অনুশীলন খুব বেশি করেন না পান্ডিয়া!
-
প্রস্তুতির ব্যাটিংয়ে আশার ছবি দেখছেন শান্ত
-
ব্যাটিং অনুশীলন ভালোই হলো তামিম-মুশফিকদের
-
আইপিএল জিতলে কী করবেন, জানেন না ডি ভিলিয়ার্স
-
পার্কিনসনের কবজির মোচড়ে যেন ওয়ার্নের ‘বল অব দা সেঞ্চুরি’
-
মাঠে যদি দেখা যেত ১১ জন জাদেজা!
-
ভারতের ভিসা পাবেন বাবর আজমরা
-
বিশ্বকাপ ভাবনায় মালিককে চান আফ্রিদি
সর্বাধিক পঠিত
- বাঁশখালীতে সংঘাত: আন্দোলন চলছিল কয়েক দিন ধরেই
- ১২ মিনিটের ৪ গোলে বার্সার শিরোপা উৎসব
- করোনাভাইরাস: বিশ্বের সর্বোচ্চ ভবনের গায়ে বাংলাদেশির ছবি
- মামুনুল গ্রেপ্তার
- চলে গেলেন চিত্রনায়ক ওয়াসীম
- কী ঘটেছে বাঁশখালীতে?
- ইলিয়াসকে ‘গুমের পেছনে বিএনপির কেউ’, ইঙ্গিত মির্জা আব্বাসের
- দ্রুত মারা যাচ্ছেন কোভিড আক্রান্তরা: আইইডিসিআর
- ম্যানসিটির ‘কোয়াড্রপল’ স্বপ্ন গুঁড়িয়ে ফাইনালে চেলসি
- হেফাজত নেতা জুনায়েদ ও জালাল গ্রেপ্তার