পিছিয়ে গেল ইংল্যান্ডের নেদারল্যান্ডস সফর
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Nov 2020 07:05 PM BdST Updated: 27 Nov 2020 07:05 PM BdST
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার অপেক্ষা আরও বাড়ল নেদারল্যান্ডসের। করোনাভাইরাসের প্রকোপে তৈরি হওয়া অনিশ্চিত পরিস্থিতির কারণে এক বছর পিছিয়ে গেছে ইংলিশদের নেদারল্যান্ডস সফর।
দা রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএনসিবি) ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) শুক্রবার যৌথ বিবৃতিতে জানায়, ২০২১ সালের মে মাসে হওয়ার কথা থাকা সিরিজটি হবে ২০২২ সালের মে-তে।
দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ছিল আইসিসির বিশ্বকাপ সুপার লিগের অংশ। তবে এখন সেই বিবেচনায় এই সিরিজকে রাখা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রথম আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজ হতে যাচ্ছে এটি। এর আগে কেবল আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে দেখা হয়েছিল দুই দলের, মোট পাঁচ ম্যাচে।
১৯৯৬, ২০০৩ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ এবং দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি এর আগে হয়েছে তারা। ২০ ওভারের ক্রিকেটে দুইবারই ইংল্যান্ডকে হারিয়েছিল নেদারল্যান্ডস। ২০০৯ সালে লর্ডসে চার উইকেটে ও ২০১৪ সালে চট্টগ্রামে ৪৫ রানে জিতেছিল ডাচরা।
সর্বাধিক পঠিত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- ‘পাওয়ারফুল’ সোহানকে নিয়ে ডমিঙ্গোর যে আশা