আইসিসির দশক সেরার মনোনয়নে কোহলির আধিপত্য

গত কয়েক বছর ধরেই ক্রিকেট বিশ্বের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যানদের একজন বিরাট কোহলি। আইসিসির দশক সেরা ক্রিকেটার বাছাইয়ের মনোনয়নে পড়েছে সেটিরই প্রভাব। ছেলেদের চার বিভাগের সবকটিতেই মনোনয়ন পেয়েছেন ভারত অধিনায়ক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2020, 01:32 PM
Updated : 25 Nov 2020, 01:53 PM

পুরুষ ও নারী ক্রিকেটারদের গত এক দশকের সেরা পারফরমারদের মধ্য থেকে মনোনয়ন পাওয়াদের তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে আইসিসি।

দশক সেরা ক্রিকেটার, দশক সেরা টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটার সব জায়গায় আছে কোহলির নাম। এছাড়া দশক সেরা স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ডের মনোনয়নও পেয়েছেন তিনি।

মনোনীত তালিকা থেকে সেরা নির্বাচিত হবেন ভোটে। ১০ শতাংশ ভোট দেবেন দর্শকরা। বাকি ৯০ শতাংশ ভোট আসবে বিশেষজ্ঞ প্যানেল থেকে। বুধবার শুরু হওয়া ভোটিং শেষ হবে ১৬ ডিসেম্বর। আইসিসির ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে ভোট দিতে পারবেন দর্শকরা।

স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ডে শতভাগ ভোট দেবেন দর্শকরা। ২০১১ থেকে বিজয়ীদের মধ্য থেকে দশক সেরা নির্বাচন করবেন তারা।

২০১১ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৭ অক্টোবর পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করে আইসিসির মনোনয়ন কমিটি এই তালিকা তৈরি করেছে।

তালিকায় জায়গা পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার।

মনোনয়ন পাওয়াদের তালিকা:

ছেলেদের দশক সেরা ক্রিকেটার: বিরাট কোহলি (ভারত), রবিচন্দ্রন অশ্বিন (ভারত) জো রুট (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউ জিল্যান্ড), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)।

দশক সেরা নারী ক্রিকেটার: এলিস পেরি (অস্ট্রেলিয়া), মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া), সুজি বেটস (নিউ জিল্যান্ড), স্টেফানি টেইলর (ওয়েস্ট ইন্ডিজ), মিতালি রাজ (ভারত), সারাহ টেইলর (ইংল্যান্ড)।

ছেলেদের দশক সেরা টেস্ট ক্রিকেটার: বিরাট কোহলি (ভারত), জো রুট (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউ জিল্যান্ড), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড), রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা) ইয়াসির শাহ (পাকিস্তান)।

ছেলেদের দশক সেরা ওয়ানডে ক্রিকেটার: বিরাট কোহলি (ভারত), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), রোহিত শর্মা (ভারত), মহেন্দ্র সিং ধোনি (ভারত), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)।

দশক সেরা নারী ওয়ানডে ক্রিকেটার: মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া), এলিস পেরি (অস্ট্রেলিয়া), সুজি বেটস (নিউ জিল্যান্ড), স্টেফানি টেইলর (ওয়েস্ট ইন্ডিজ), মিতালি রাজ (ভারত), ঝুলন গোস্বামি (ভারত)।

ছেলেদের দশক সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার: রশিদ খান (আফগানিস্তান), বিরাট কোহিল (ভারত), রোহিত শর্মা (ভারত), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা), অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)।

দশক সেরা নারী টি-টোয়েন্টি ক্রিকেটার: মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া), সোফি ডিভাইন (নিউ জিল্যান্ড), এলিস পেরি (অস্ট্রেলিয়া), ডিয়াড্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ), অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া), আনা শ্রাবসোল (ইংল্যান্ড)।

আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে ছেলেদের দশক সেরা ক্রিকেটার: কাইল কোয়েটজার (স্কটল্যান্ড), কালাম ম্যাকলয়েড (স্কটল্যান্ড), পরশ খড়কা (নেপাল), রিচি বেরিংটন (স্কটল্যান্ড) আসাদ ভালা (পাপুয়া নিউগিনি), পিটার বোরেন (নেদারল্যান্ডস)।

আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে দশক সেরা নারী ক্রিকেটার: নাথকান চান্তাম (নেপাল), সরনোরিন তিপোচ (থাইল্যান্ড), সানিদা সাত্থিরুয়াং (থাইল্যান্ড), ক্যাথেরিন ব্রুস (স্কটল্যান্ড), সারাহ ব্রাইস (স্কটল্যান্ড), স্টের কালিস (নেদারল্যান্ডস)।

দশক সেরা আইসিসি স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড: বিরাট কোহলি (ভারত), কেন উইলিয়ামসন (নিউ জিল্যান্ড), আনা শ্রাবসোল (ইংল্যান্ড) মিসবাহ-উল হক (পাকিস্তান), ব্রেন্ডন ম্যাককালাম (নিউ জিল্যান্ড), ক্যাথেরিন ব্রান্ট (ইংল্যান্ড), মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা), ড্যানিয়েল ভেটোরি (নিউ জিল্যান্ড), মহেন্দ্র সিং ধোনি (ভারত)।