ফ্লাইট মিসে ম্যাচ মিস আফ্রিদির
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Nov 2020 09:16 PM BdST Updated: 23 Nov 2020 09:16 PM BdST
-
ছবি: পিসিবি
সময় মতো শ্রীলঙ্কার বিমান ধরতে পারেননি পাকিস্তানের শহিদ আফ্রিদি। এতে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) শুরুর দিকে খেলতে পারবেন না গল গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক।
শ্রীলঙ্কার বিমানে সোমবার চড়ার কথা ছিল আফ্রিদির। কিন্তু ফ্লাইট মিস করে বসেন তিনি। পরে নিজেই টুইট বার্তায় নিশ্চিত করেন বিষয়টি। তার অনুপস্থিতিতে দলটিকে নেতৃত্ব দিতে পারেন সহ-অধিনায়ক ভানুকা রাজাপাকসে।
আফ্রিদি অবশ্য টুইটে জানান, দ্রুতই শ্রীলঙ্কায় পৌঁছাবেন তিনি। তবে তার পরবর্তী ফ্লাইট নিয়ে কিছু নিশ্চিত করেননি। গল গ্ল্যাডিয়েটর্স আশা করছে, বুধবারের মধ্যে পাকিস্তানি সাবেক এই অলরাউন্ডার শ্রীলঙ্কায় পোঁছাবেন। দলের প্রথম দুই ম্যাচে আফ্রিদিকে না পাওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে তারা।
শ্রীলঙ্কায় পৌঁছে তিন দিনের আইসোলেশনে থাকতে হবে আফ্রিদিকে। এরপর অনুশীলন করতে পারলেও আরও কিছু দিন তাকে থাকতে হবে কোয়ারেন্টিনে।
গত কয়েকদিন ধরেই বেশ কয়েকজন ক্রিকেটারকে হারিয়েছে গল গ্ল্যাডিয়েটর্স। প্রস্তুতির ঘাটতিকে কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নিয়েছেন লাসিথ মালিঙ্গা। দলটির অধিনায়ক হওয়ার কথা ছিল তার। নিউ জিল্যান্ড সফরের পাকিস্তান দলে থাকায় সরে দাঁড়িয়েছেন কিপার-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ।
আগামী বৃহস্পতিবার শুরু হবে শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের অভিষেক আসর। গল গ্ল্যাডিয়েটর্সের প্রথম দুই ম্যাচ পরের দুই দিন।
-
মাঠ ভেজা, টসে দেরি
-
বর্ণবাদ রুখতে ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টিতে বিশেষ ব্যবস্থা
-
‘অপরাজেয় অনুভব করছে বেয়ারস্টো’
-
টেস্টে উন্নতির পথ খুঁজছে বিসিবি, বাড়তে পারে ম্যাচ ফি
-
জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না সাকিব
-
কোহলির রোগের দাওয়াই দিলেন বয়কট
-
‘ওপেন করলে গিলক্রিস্টের মতোই ভয়ঙ্কর হতে পারে পান্ত’
-
শ্রীলঙ্কার আরও তিন ক্রিকেটার কোভিড পজিটিভ
সর্বাধিক পঠিত
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- নিষেধাজ্ঞা দিয়ে বিশ্বকে শাস্তি, এটাতো মানবাধিকার লঙ্ঘন: প্রধানমন্ত্রী
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ভোক্তা অধিকারের ডিজির কফিতে মাছি, ৫০,০০০ টাকা জরিমানা
- ‘ওপেন করলে গিলক্রিস্টের মতোই ভয়ঙ্কর হতে পারে পান্ত’