ফ্লাইট মিসে ম্যাচ মিস আফ্রিদির
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Nov 2020 09:16 PM BdST Updated: 23 Nov 2020 09:16 PM BdST
-
ছবি: পিসিবি
সময় মতো শ্রীলঙ্কার বিমান ধরতে পারেননি পাকিস্তানের শহিদ আফ্রিদি। এতে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) শুরুর দিকে খেলতে পারবেন না গল গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক।
শ্রীলঙ্কার বিমানে সোমবার চড়ার কথা ছিল আফ্রিদির। কিন্তু ফ্লাইট মিস করে বসেন তিনি। পরে নিজেই টুইট বার্তায় নিশ্চিত করেন বিষয়টি। তার অনুপস্থিতিতে দলটিকে নেতৃত্ব দিতে পারেন সহ-অধিনায়ক ভানুকা রাজাপাকসে।
আফ্রিদি অবশ্য টুইটে জানান, দ্রুতই শ্রীলঙ্কায় পৌঁছাবেন তিনি। তবে তার পরবর্তী ফ্লাইট নিয়ে কিছু নিশ্চিত করেননি। গল গ্ল্যাডিয়েটর্স আশা করছে, বুধবারের মধ্যে পাকিস্তানি সাবেক এই অলরাউন্ডার শ্রীলঙ্কায় পোঁছাবেন। দলের প্রথম দুই ম্যাচে আফ্রিদিকে না পাওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে তারা।
শ্রীলঙ্কায় পৌঁছে তিন দিনের আইসোলেশনে থাকতে হবে আফ্রিদিকে। এরপর অনুশীলন করতে পারলেও আরও কিছু দিন তাকে থাকতে হবে কোয়ারেন্টিনে।
গত কয়েকদিন ধরেই বেশ কয়েকজন ক্রিকেটারকে হারিয়েছে গল গ্ল্যাডিয়েটর্স। প্রস্তুতির ঘাটতিকে কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নিয়েছেন লাসিথ মালিঙ্গা। দলটির অধিনায়ক হওয়ার কথা ছিল তার। নিউ জিল্যান্ড সফরের পাকিস্তান দলে থাকায় সরে দাঁড়িয়েছেন কিপার-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ।
আগামী বৃহস্পতিবার শুরু হবে শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের অভিষেক আসর। গল গ্ল্যাডিয়েটর্সের প্রথম দুই ম্যাচ পরের দুই দিন।
-
বাংলাদেশের জন্য শ্রীলঙ্কার পেস চ্যালেঞ্জ?
-
চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
-
বাংলাদেশের বিপক্ষে লঙ্কা দলে ২ নতুন মুখ
-
‘অবশ্যই আমরা সাকিবকে মিস করব’
-
কোনো ‘চাপে নেই’ মুমিনুল আর বাংলাদেশ
-
টিকা নিয়ে ইংল্যান্ড যাচ্ছেন ওয়্যাগনাররা
-
ধোনির উপলব্ধি, তার কারণে হারতে পারত দল
-
ছুটি পেয়ে ১০ মাস পর পরিবারের কাছে ওয়াকার
সর্বাধিক পঠিত
- মামুনুলের রিসোর্টকাণ্ড: সোনারগাঁওয়ের ওসি রফিকুল চাকরিই হারালেন
- ছুটি পেয়ে ১০ মাস পর পরিবারের কাছে ওয়াকার
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
- ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত
- গ্রেপ্তার বন্ধের দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হেফাজত নেতারা
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- কোভিড-১৯: আলমগীর হাসপাতালে
- করোনাভাইরাস: চার দিন পর দৈনিক মৃত্যু একশর নিচে নামল
- মামুনুলের ৩ বিয়ে, কাবিন একটির: পুলিশ