সাকিবের ‘বড় দিন’, দেশের ক্রিকেটের ‘গুরুত্বপূর্ণ দিন’
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Nov 2020 04:30 PM BdST Updated: 23 Nov 2020 09:50 PM BdST
নিষেধাজ্ঞা শেষ হয়েছে, অনুশীলন-প্রস্তুতির পালা চলছে। সাকিব আল হাসানের প্রত্যাবর্তন পর্বে এবার নতুন অধ্যায় সংযুক্তির অপেক্ষা। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর দিনে মঙ্গলবার এই অলরাউন্ডার ফিরছেন ময়দানি লড়াইয়ে। দেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের চোখে দিনটি সাকিবের জন্য তো বটেই, দেশের ক্রিকেটের জন্যও গুরুত্বপূর্ণ দিন।
এক বছরের নিষেধাজ্ঞা শেষেও গত কিছুদিন সাকিব নিয়মিত খবরের জন্ম দিয়েছেন মাঠের বাইরের নানা বিতর্কে। এবার তার সামনে চ্যালেঞ্জ ২২ গজের পারফরম্যান্সে খবরের শিরোনামে উঠে আসার।
বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে জেমকন খুলনা সাকিবকে দলে নিয়েছে নিজেদের প্রথম ডাকেই। তার কাছে দলের প্রত্যাশাও আকাশচুম্বি। গত কিছুদিনে অনুশীলনে তিনি ঘাম ঝরিয়েছেন বেশ, তবু লম্বা সময় পর ফিরে ম্যাচে মানিয়ে নিতে সময় লাগাটা অস্বাভাবিক নয়।

“আমরা সবাই জানি সাকিবের গুরুত্ব কতটুকু। সেটা আন্তর্জাতিক ক্ষেত্রে হোক বা ঘরোয়াতে। অবশ্যই আমরা সবাই খুশি যে ও ফিরেছে এবং আমাদের দলেই খেলছে। ওকে পাওয়া দারুণ ব্যাপার।”
“আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি-সাকিবের যে উচ্চতা, যে সামর্থ্য, আমার মনে হয় না যে কোনো প্রশ্ন থাকবে ওর অর্জন, ওর পারফরম্যান্সের ক্ষেত্রে। আমি বিশ্বাস করি, ও প্রথম ম্যাচেই নিজেকে মেলে ধরতে পারবে। ওই জড়তাও দেখছি না। মনে হচ্ছে যে ও খুব উদগ্রীব খেলার জন্য, মুখিয়ে আছে ভালো খেলতে।”
সাকিবের সামর্থ্য, সাকিবের প্রভাববিস্তারী পারফরম্যান্স, এসব নিয়ে কোনো সংশয় নেই প্রতিপক্ষ অধিনায়কদেরও। তামিম ইকবাল, মুশফিকুর রহিমদেরও বিশ্বাস, শুরু থেকেই দারুণ খেলবেন এই অলরাউন্ডার। এই দুজনের শুধু আশা, তাদের বিপক্ষে যেন ভালো পারফর্ম করতে না পারেন সাকিব।
উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে সাকিবদের প্রতিপক্ষ তামিমের ফরচুন বরিশাল। গত ১৫-১৬ বছর ধরে তিনি কাছ থেকে দেখে আসছেন সাকিবকে। তামিমের বিশ্বাস, ফেরার পর সাকিব নিজেকে তুলে নেবেন আরও উঁচুতে।

“যেহেতু আমার জন্য এটা একটা খেলা, আমি চেষ্টা করব যেন যত কম প্রভাব ও ফেলতে পারে। তবে দিন শেষে আমি খুশি যে ও ফিরছে। আমি নিশ্চিত, ও কালকে থেকে আরও ভালোভাবে এগিয়ে যাবে।”
সাকিবের ফেরাকে আরও বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখছেন মুশফিক। বেক্সিমকো ঢাকার অধিনায়কের মতে, তরুণ ক্রিকেটারদের জন্য এই টুর্নামেন্ট বড় সুযোগ সাকিবের কাছ থেকে শেখার।
“এটা তো অবশ্যই বড় একটা বিষয় (সাকিবের ফেরা)। কেবল আমি না, আমার মনে হয় পুরো বিশ্ব ক্রিকেটই অপেক্ষা করছে। সে এক নম্বর অলরাউন্ডার, আমাদের শীর্ষ ক্রিকেটার। আশা করছি, আমাদের সঙ্গে ছাড়া যাতে অন্য সবার সঙ্গে ভালো খেলে। কোনো সমস্যা নাই।”
“আমার কাছে মনে হয়, পুরো টুর্নামেন্টের জন্যই এটা বড় একটা পাওয়া। তার সঙ্গে এবং বিপক্ষে তরুণ যারা খেলবে, তারা অনেক কিছু শিখতে পারবে। এটা ভবিষ্যতেও খুব কাজে দিবে। যেহেতু এবার কোনো বিদেশি খেলোয়াড় নেই, তাই স্থানীয় ক্রিকেটারদের জন্য এটা ভালো সুযোগ তার সঙ্গে অনেক কিছু ভাগাভাগি করার এবং অনেক কিছু শেখার।”
-
ফিঞ্চ ঝড়ের পর বোলারদের দাপটে সমতায় অস্ট্রেলিয়া
-
কোভিড পজিটিভ আইরিশ ক্রিকেটার, চট্টগ্রামে পরিত্যক্ত ম্যাচ
-
আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
-
স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
-
৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
-
স্পিনারদের দাপটে দুইশ পেরিয়েই শেষ ইংল্যান্ড
-
পোলার্ডকে ৬ ছক্কার ক্লাবে গিবস-যুবরাজের স্বাগত
-
ফিল্ডিংয়ে জোর দিয়ে শুরু অনুশীলন পর্ব
সর্বাধিক পঠিত
- আর পদোন্নতি হবে না জামালপুরের সেই ডিসির, কমছে বেতনও
- টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- বাংলাদেশে একাডেমি করতে আগ্রহী রাজস্থান রয়্যালস
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- হ্যাটট্রিক, ছয় ছক্কা ও রেকর্ডের ছড়াছড়ি
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সেভিয়াকে হারিয়ে ফাইনালে বার্সা