গা গরমের ফুটবলে সাইফ উদ্দিনের চোট
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Nov 2020 06:13 PM BdST Updated: 22 Nov 2020 06:13 PM BdST
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে সবার আগে মোহাম্মদ সাইফ উদ্দিনকে নিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। এই অলরাউন্ডারকেই এখন টুর্নামেন্টের শুরু থেকে পাওয়া নিয়ে তারা পড়ে গেছে শঙ্কায়। দলের অনুশীলনে গা গরমের ফুটবল খেলতে গিয়ে অ্যাঙ্কেলে চোট পেয়েছেন সাইফ।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে রোববার এই চোট পান সাইফ। পরে ক্রাচে ভর করে মাঠ ছাড়তে হয় তাকে।
অনুশীলনের পর রাজশাহী দলের ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল সংবাদমাধ্যমকে জানান যেভাবে চোট পেয়েছেন সাইফ।
“(চোটের অবস্থা) পরিষ্কার জানি না…ফুটবল খেলতে গিয়ে হালকা লাগল, সে নিজে নিজেই পড়ে গেল। তারপর তো অ্যাঙ্কেলে লাগল মনে হয়।”
পরে রাজশাহীর ম্যানেজার ও জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান হান্নান সরকার জানান সাইফের চোটের অবস্থা।
“অনুশীলনের সময় সে অ্যাঙ্কেলে চোট পেয়েছে। সে এখন দলের ফিজিও ও বিসিবির মেডিকেল দলের পর্যবেক্ষণে আছে। বিসিবির মেডিকেল প্রটোকল অনুযায়ী চিকিৎসা চলবে। তার অবস্থার পরবর্তী আপডেট আগামীকাল জানাতে পারবেন ফিজিও।”
সাইফের চোটে গা গরমের ফুটবল ম্যাচ নিয়ে পুরনো প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে আবার। ফুটবলের মতো শারীরিক সংঘর্ষের খেলায় চোটের শঙ্কা সবসময়ই থাকে। গা গরমের অন্য সব উপায় রেখে তাহলে ফুটবলই কেন?
এর আগেও নানা সময়ে ফুটবল খেলতে গিয়ে ক্রিকেটারদের ছোট-বড় চোটের ঘটনা আছে বেশ। এক পর্যায়ে জাতীয় দলের জন্য গা গরমের ফুটবল নিষিদ্ধ করা হয়। তখন অনেকেই ছিলেন সতর্ক। সময়ের স্রোতে আবার হালকা হয়েছে সাবধানতার বাঁধন। জাতীয় দলেও টুকটাক ফুটবল শুরু হয়ে গেছে আবার, অন্যান্য দলগুলিতে তো বটেই। এবার সাইফের চোট ঝুঁকির ব্যাপারটিই ফুটিয়ে তুলল আবার।
-
শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
-
দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
-
‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
-
পান্তের অসাধারণ সেঞ্চুরিতে ভারতের লিড
-
ফিঞ্চ আর বোলারদের নৈপুণ্যে সমতায় অস্ট্রেলিয়া
-
অবশেষে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন শানাকা
-
‘স্মিথ রাজি থাকলে তাকেই অধিনায়ক করা উচিত’
-
কোভিড পজিটিভ আইরিশ ক্রিকেটার, চট্টগ্রামে পরিত্যক্ত ম্যাচ
সর্বাধিক পঠিত
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- টিভি সূচি (শুক্রবার, ০৫ মার্চ ২০২১)