এলপিএলে খেলবেন স্টেইন

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ক্যান্ডি টাস্কার্সের হয়ে খেলতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন। কঠিন একটি সপ্তাহ শেষে যা দল ও প্রতিযোগিতাটির জন্য কিছুটা স্বস্তি হয়ে এসেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2020, 11:55 AM
Updated : 22 Nov 2020, 11:55 AM

এক টুইট বার্তায় রোববার ক্যান্ডির দলটির সঙ্গে চুক্তির খবর নিশ্চিত করেছেন স্টেইন। তবে শ্রীলঙ্কায় গিয়ে বাধ্যতামূলক সাত দিনের কোয়ারেন্টিনে থাকার নিয়মে টুর্নামেন্টের শুরুর দিকে খেলতে পারবেন না তিনি।

গত কয়েকদিনে বেশ কজন খেলোয়াড়কে হারিয়েছে ক্যান্ডি টাস্কার্স। গত বুধবার টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল ও আরেক বিদেশি ক্রিকেটার লিয়াম প্লাঙ্কেট।

দলটির পাকিস্তানি পেসার সোহেল তানভিরের শরীরে কোভিড-১৯ ধরা পড়েছে। আইসোলেশনে থাকা এই ক্রিকেটারের বদলি হিসেবে মূলত ক্যান্ডি টাস্কার্সে যোগ দিয়েছেন স্টেইন।

৩৭ বছর বয়সী স্টেইন গত অক্টোবরে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। ক্যান্ডি টাস্কার্সের পেস বোলিং আক্রমণে এই দক্ষিণ আফ্রিকানের সঙ্গী নুয়ান প্রদিপ, নাভিন-উল-হক, মুনাফ প্যাটেল ও ইরফান পাঠান।

পাঁচ দলের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ২৬ নভেম্বর। ম্যাচ হবে মোট ২৩টি। ফাইনাল ১৬ ডিসেম্বর।