‘বিজয়কে’ ফিরিয়ে আনার চেষ্টায় এনামুল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Nov 2020 05:27 PM BdST Updated: 22 Nov 2020 05:27 PM BdST
বাংলাদেশের ক্রিকেটে আলোর বিচ্ছুরণ হয়ে এসেছিলেন এনামুল হক। ডাক নাম ‘বিজয়’ দিয়েও যিনি বেশ পরিচিত দেশের ক্রিকেটে। সময়ের সঙ্গে উজ্জ্বলতর হওয়ার পরিবর্তে তিনি হয়ে গেছেন ম্রিয়মান। পাদপ্রদীপের আলো খুব একটা পড়ে না এখন তার ওপর। নিজের ভেতর তাই তাগিদ অনুভব করছেন নিজেকে মেলে ধরার। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে আগের সেই চেহারায় ফেরার প্রত্যয় এই কিপার-ব্যাটসম্যানের কণ্ঠে।
এই টুর্নামেন্ট এনামুল খেলবেন জেমকন খুলনা দলে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে রোববার অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন এই আসরে নিজের চাওয়া।
“ব্যক্তিগতভাবে লক্ষ্য মন খুলে খেলা। যেভাবে খেলতে পছন্দ করি, আমার মতো করে খেলতে চাই যাতে দলকে কিছু দিতে পারি। আমি খুবই রোমাঞ্চিত আমার নিজের সেরাটা দেওয়ার জন্য। অনেক দিন ধরেই ওভাবে মেলে ধরতে পারছি না। চেষ্টা করব এই টুর্নামেন্টে বিজয়কে ফিরিয়ে আনার।”
টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটে সবচেয়ে তারকাবহুল দল গড়তে পেরেছে খুলনা। দল হিসেবে যেমন নিজেদের সফল দেখতে চান এনামুল, তেমনি দলের তারকাদের কাছ থেকে চান অনেক কিছু শিখতে।
“যখনই দেখেছি দলে সাকিব আল হাসান, রিয়াদ ভাই, ইমরুল ভাইরা আছেন, তখন তো অবশ্যই বাড়তি ভালোলাগা কাজ করেছে। আশা করি, তাদের সঙ্গে খেলতে পেরে দারুণ কিছু শিখব এবং সেগুলো কাজে লাগিয়ে ভালো কিছু করতে পারব। তাদের সঙ্গে থাকাটা বাড়তি একটা আনন্দ ও অনুপ্রেরণা দেয়।”
“আমাদের দলটা অনেক ফেভারিট। যেভাবে আছি দল হিসেবে, এটা আসলে সবচেয়ে বড় ব্যাপার। দলে সিনিয়র-জুনিয়র সবাই একসঙ্গে মিলেমিশে আছি। আমার কাছে মনে হচ্ছে, এটার জন্যই আমাদের স্পিরিট বেশি। আমরা আশা বেশি করছি এই কারণেই।”
মঙ্গলবার টুর্নামেন্টের প্রথম দিনে দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে খুলনা।
-
শেবাগ ঝড়ে উড়ে গেল বাংলাদেশের সাবেকরা
-
দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
-
‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
-
পান্তের অসাধারণ সেঞ্চুরিতে ভারতের লিড
-
ফিঞ্চ আর বোলারদের নৈপুণ্যে সমতায় অস্ট্রেলিয়া
-
অবশেষে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন শানাকা
-
‘স্মিথ রাজি থাকলে তাকেই অধিনায়ক করা উচিত’
-
কোভিড পজিটিভ আইরিশ ক্রিকেটার, চট্টগ্রামে পরিত্যক্ত ম্যাচ
সর্বাধিক পঠিত
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- টিভি সূচি (শুক্রবার, ০৫ মার্চ ২০২১)