স্কোয়াডের বাইরের ক্রিকেটার খেলিয়ে সিক্সার্সের জরিমানা

১৫ সদস্যের দলে নেই, এরপরও মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে হেইলি সিলভার-হোমসকে খেলিয়ে দিল সিডনি সিক্সার্স! মেয়েদের বিগ ব্যাশ লিগে অনিয়মের এই ঘটনায় শাস্তি পেতে হচ্ছে দলটিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2020, 09:39 AM
Updated : 22 Nov 2020, 12:20 PM

সিডনির দলটিকে ২৫ হাজার ডলার জরিমানা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। জরিমানার ১৫ হাজার ডলার এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।

ঘটনাটি গত শনিবারের ম্যাচের। পায়ের চোটের কারণে ছিটকে পড়া পেস বোলিং অলরাউন্ডার সিলভার-হোমসের বদলি হিসেবে অ্যালিসা বেটসকে স্কোয়াডে নেয় সিডনি। এদিকে সিলভার-হোমস মেলবোর্ন ম্যাচের আগে সেরে ওঠেন, কিন্তু তার দলে ফেরার অনুমতি বিগ ব্যাশের টেকনিক্যাল কমিটি তখনও দেয়নি। এর আগেই তাকে রাখা হয় একাদশে।

যদিও টস হেরে আগে ব্যাটিং পাওয়া দলটির হয়ে ব্যাটিং করতে হয়নি তার। সিলভার-হোমসকে একাদশে রেখে নিয়ম ভাঙার ব্যাপারটি ম্যাচ শুরুর পর জানতে পেরেছে সিডনি। তাই ফিল্ডিংয়ের সময় আর মাঠে নামায়নি তাকে।

নিজেদের ভুলের কথা স্বীকার করে শাস্তি মেনে নিয়েছে সিডনি কর্তৃপক্ষ।