কোভিড আক্রান্ত মাহমুদুলের জন্য চট্টগ্রামের অপেক্ষা
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Nov 2020 06:30 PM BdST Updated: 21 Nov 2020 06:30 PM BdST
করোনাভাইরাসে আক্রান্ত তরুণ ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়ের সুস্থতার জন্য আরও কয়েক দিন অপেক্ষা করবে গাজী গ্রুপ চট্টগ্রাম। এখনই বদলি কোনো ক্রিকেটার নেওয়ার কথা ভাবছে না বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দলটি।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টির আগে সব দলের ক্রিকেটার, কোচিং স্টাফ ও সংশ্লিষ্টদের কোভিড পরীক্ষার প্রক্রিয়ায় পজিটিভ হয়েছেন চট্টগ্রামের ব্যাটসম্যান মাহমুদুল। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য এই ব্যাটসম্যান এখন আইসোলেশনে আছেন শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি ভবনে।
চট্টগ্রামের কোচ মোহাম্মদ সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, সম্ভাবনাময় এই ব্যাটসম্যানকে যতটা সম্ভব সুযোগ তারা দিতে চান।
“ সে তরুণ ও খুবই প্রতিভাবান ব্যাটসম্যান। এরকম একটা টুর্নামেন্টে দল পেয়েছে, ওর সামনে এগিয়ে চলায় বড় সুযোগ হতে পারে এই টুর্নামেন্ট। আমরা ওর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। আরও কয়েকদিন দেখব। এরপর কোভিড পরীক্ষা করাব। যখন দেখব যে একদমই সুযোগ নেই, তখনই কেবল অন্য কিছু ভাবব আমরা।”
আগামী মঙ্গলবার শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। চট্টগ্রাম প্রথম ম্যাচ খেলবে বৃহস্পতিবার। একটু বেশি সময় তাই আছে তাদের।
গাজী গ্রুপ চট্টগ্রাম স্কোয়াড:
মুস্তাফিজুর রহমান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, সৈকত আলি, মুমিনুল হক, রকিবুল হাসান (জুনিয়র), সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয়, মেহেদি হাসান।
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- যেভাবে গ্রাহকের টাকা হাতিয়েছিলেন এক ব্যাংক কর্মকর্তা
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- মেসির জোড়া গোলে বার্সার জয়
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- আমার ‘ওয়াইফ’কে নিয়ে বাজে কথা বললে ‘অ্যাকশন’: নাসির