প্লেয়ার্স ড্রাফটে ভুল করেছে বরিশাল: তামিম
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Nov 2020 03:00 PM BdST Updated: 21 Nov 2020 03:11 PM BdST
মাঠের খেলার আগে ছিল প্লেয়ার্স ড্রাফটের খেলা। সেখানে ফরচুন বরিশাল খুব ভালো খেলতে পারেনি বলেই মনে করছেন তামিম ইকবাল। তবে মাঠের ক্রিকেটে ভালো কিছুর আশা ছাড়ছেন না বরিশাল অধিনায়ক। অভিজ্ঞ এই ব্যাটসম্যানের আশা, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ‘আউট অব দা বক্স’ খেলবে তার দল, নায়ক হয়ে উঠবেন আড়ালের কেউ।
বরিশাল দলের ব্যাটিং লাইন আপে তামিম ছাড়া নেই অভিজ্ঞ আর কোনো নাম। ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত ক্রিকেটারদের কেউও নেই। আফিফ হোসেনের মতো সম্ভাবনাময় ক্রিকেটার, প্রেসিডেন্ট’স কাপে নজর কাড়া ইরফান শুক্কুর অবশ্য আছেন। বোলিং লাইন আপে তাসকিন আহমদ, মেহেদী হাসান মিরাজ আছেন। তবে ম্যাচ জেতানোর মতো কিংবা নির্ভর করার মতো ক্রিকেটার নেই আর তেমন কেউ।
দলের অনুশীলনের ফাঁকে শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ড্রাফটে সুবিধা করতে না পারার কথা তামিম বললেন সরাসরিই। পাশাপাশি শোনালেন আশার কথাও।
“কোনো সন্দেহ নেই আমরা ড্রাফটে কিছু ভুল করেছি। এটাতে কোনো সন্দেহ নাই। আমরা অবশ্যই ড্রাফটে কিছু ভুল করেছি দেখেই এই কথাটা উঠছে (দলের শক্তি নিয়ে)। তবে সঙ্গে এটাও বুঝতে হবে, ক্রিকেট অনিশ্চয়তার খেলা। যে কোনো কছু হতে পারে।”
“আমার দলে এমন কিছু খেলোয়াড় আছেন, যাদের আমরা হয়তো কেউ কাউন্ট করছি না। কিন্তু তাদের সবারই দারুণ টুর্নামেন্ট কাটাতে পারে। যে কোনো কিছু হতে পারে।”
আড়ালের ক্রিকেটারদের আলো ছড়ানোর উদাহরণ দিলেন তামিম কিছুদিন আগের প্রেসিডেন্ট’স কাপ ওয়ানডে দিয়ে। ওই আসরে বেশ চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়েছেন কয়েকজন, যাদের নিয়ে আলোচনা এমনিতে খুব একটা হয় না। তামিমের চাওয়া, বরিশালের হয়েও এমন কিছু করবেন কয়েকজন।
“প্রেসিডেন্ট’স কাপে ২-৩ জন ক্রিকেটারকে আমরা কেউই আশা করিনি যে ওরা এত ভালো খেলবে। পরে কিন্তু তাদের নিয়েই সবচেয়ে বেশি আলোচনা ছিল। আমি এটাই আশা করি, আমাদের যারা তেমন লাইমলাইটে নাই, তারা ওই রকম পারফরম্যান্স করবে। দলকে যতটুকু দেওয়া দরকার, তার চেয়ে বেশি দিতে হবে।”

দলের অধিনায়ক বলেই শুধু নয়, ব্যাট হাতে সবচেয়ে বড় ভরসা হিসেবেও নিজের পারফরম্যান্সকে দলের এগিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ বলে মানছেন তামিম।
“অবশ্যই আমার নিজের পারফরম্যান্স অনেক গুরুত্বপূর্ণ। যদি সামনে থেকে নেতৃত্ব দিতে পারি… কিংবা অধিনায়কত্বের ব্যাপারটা বাদ দিয়েও, যদি ব্যাটসম্যান হিসেবে রান করতে পারি, তাদের অবশ্যই সেটা অনুপ্রেরণা দেবে। হয়তোবা টুর্নামেন্টে আমার আলাদা আলাদা ভূমিকা পালন করতে হবে।”
মঙ্গলবার টুর্নামেন্টের প্রথম দিন দ্বিতীয় ম্যাচে তামিমদের প্রতিপক্ষ জেমকন খুলনা।
ফরচুন বরিশাল স্কোয়াড:
তামিম ইকবাল, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ চৌধুরি, তৌহিদ হৃদয়, তানভির ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম, সোহরাওয়ার্দী শুভ।
-
দলের ক্ষুধায় মন ভরেছে তামিমের
-
আমার পছন্দমতো সবকিছু হতে হবে, সেটা নয়: সাকিব
-
‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
-
প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
-
একটা সেঞ্চুরি চেয়েছিলেন তামিম
-
বেস-লিচের স্পিন বিষে ঘায়েল শ্রীলঙ্কা
-
৬ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে নিউ জিল্যান্ড
-
দলের প্রয়োজনের সময় রান করাতেই মুশফিকের আনন্দ
সর্বাধিক পঠিত
- ক্যারিবিয়ানদের ‘হোয়াইটওয়াশ’ করেই ছাড়ল বাংলাদেশ
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- এলচেকে হারিয়ে তিনে বার্সা
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- টিকা আসার আগে যা বললেন বেক্সিমকো ফার্মার এমডি
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- আইপিএলে নতুন ভূমিকায় সাঙ্গাকারা
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- দশম ও দ্বাদশ শ্রেণিতে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে ১ দিন
- রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলকে হারিয়ে শেষ ষোলোয় ম্যানইউ