পেছাল মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ

মেয়েদের পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ তিন মাস পিছিয়ে দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকায় ২০২২ সালের নভেম্বরের বদলে তা হবে পরের বছরের ফেব্রুয়ারিতে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2020, 07:26 PM
Updated : 19 Nov 2020, 07:26 PM

এখন ২০২২ সালে মেয়েদের বহু-দলীয় দুটি মেজর টুর্নামেন্ট থাকছে- নিউ জিল্যান্ডে বসবে ওয়ানডে বিশ্বকাপ আর ইংল্যান্ডে হবে কমনওয়েলথ গেমস। 

আইসিসি বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার কথা জানায়। আগের সূচিতে ২০২৩ সালে কোনো মেজর ইভেন্ট না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত অগাস্টে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ এক বছর পিছিয়ে দেয় আইসিসি। নিউ জিল্যান্ডে প্রাথমিকভাবে যা হওয়ার কথা ছিল ২০২১ সালের ফেব্রুয়ারি-মার্চে। মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিয়ে অবশ্য এখনও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। আগামী জানুয়ারিতে বাংলাদেশে হওয়ার কথা এই টুর্নামেন্টের উদ্বোধনী আসর।