‘কোহলিকে ছাড়া বাড়তি চাপে থাকবে ভারত’

বিরাট কোহলি ভারতের টেস্ট দলে না থাকা মানে একই সঙ্গে অধিনায়ক ও চার নম্বর পজিশনের ব্যাটসম্যান না থাকা। অস্ট্রেলিয়া সফরে শেষ তিন টেস্টে তাই সফরকারীরা বাড়তি চাপে থাকবে বলে মনে করেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং।  

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2020, 03:20 PM
Updated : 19 Nov 2020, 03:20 PM

সন্তানসম্ভবা স্ত্রী আনুশকা শর্মার পাশে থাকার জন্য বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ তিন টেস্টে খেলবেন না কোহলি। প্রথম টেস্ট খেলেই ভারতীয় অধিনায়ক ফিরবেন দেশে।

কোহলির নেতৃত্বেই ২০১৮ সালে অস্ট্রেলিয়ায় নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতেছিল ভারত। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে বৃহস্পতিবার পন্টিং তুলে ধরলেন কোহলির অনুপস্থিতি কতটা ভোগাবে দলটিকে।

“কোহলিকে ছাড়া ভারত চাপ অনুভব করবে, তার ব্যাটিং ও নেতৃত্ব অন্য খেলোয়াড়দের ওপর সব ধরনের চাপ সৃষ্টি করবে।”

“ভাবছেন (অজিঙ্কা) রাহানে অধিনায়কের দায়িত্ব নেবে, যা তার ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। একই সঙ্গে চার নম্বরের গুরুত্বপূর্ণ পজিশনে ব্যাট করার জন্য কাউকে খুঁজে নিতে হবে তাদের।”

সফরকারীদের ব্যাটিং অর্ডার কেমন হবে, ভেবে পাচ্ছেন না দুটি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান অধিনায়ক।

“আমি মনে করি না তারা নিজেদের ভাবনায় পরিষ্কার থাকবে, এমনকি প্রথম টেস্টে তাদের ব্যাটিং অর্ডার কেমন হবে। কে ওপেন করবে, কোহলি চলে গেলে চারে ব্যাট করবে কে?"

চার ম্যাচের এই টেস্ট সিরিজ শুরু হবে আগামী ১৭ ডিসেম্বর। তার আগে ২৭ নভেম্বর থেকে সীমিত ওভারের সিরিজ খেলবে দুই দল।