সাকিবের জন্য সশস্ত্র নিরাপত্তারক্ষী
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Nov 2020 05:11 PM BdST Updated: 18 Nov 2020 05:49 PM BdST
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে হত্যার হুমকি ও সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষিতে সাকিব আল হাসানের নিরাপত্তায় একজন সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়োগ দেওয়া হয়েছে। বাড়তি সতর্কতা হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার অনুশীলনের সময় সাকিবের সঙ্গে দেখা যায় ওই নিরাপত্তাকর্মীকে। মাঠে আসার সময়, মূল মাঠ থেকে ইনডোরে যাওয়ার সময় তাকে দেখা গেছে সাকিবের পাশে। বিভিন্ন সময় বিসিবির বিদেশি কোচ ও সংশ্লিষ্টদের নিরাপত্তায় আগেও ওই নিরাপত্তাকর্মী ছিলেন এই দায়িত্বে।
দেশের কিছু সংবাদমাধ্যমে সম্প্রতি খবর প্রকাশিত হয়, কলকাতায় কালীপূজা উদ্বোধন করেছেন সাকিব। অনুষ্ঠানের বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, এক শ্রেণির মানুষের প্রবল সমালোচনার শিকার হন বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটার বলে বিবেচিত এই তারকা। মহসীন তালুকদার নামে সিলেটের এক ব্যক্তি ফেইসবুকে লাইভে ধারালো অস্ত্র হাতে সাকিবকে কোপানোর হুমকি দেন। পরে ২৫ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে র্যাব।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন, পরিস্থিতির প্রেক্ষিতেই তারা সাময়িক এই ব্যবস্থা নিয়েছেন।
“অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা সম্প্রতি হয়েছে। এজন্যই ব্যবস্থা নেওয়া হয়েছে। হুমকির ঘটনাকে যদিও আমরা একজনের ব্যক্তিগত ও বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখছি, তবে বাড়তি সতর্কতা হিসেবেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।”
“সাকিবের নিজের একটু কনসার্ন ছিল, সাম্প্রতিক নানা ঘটনায় সেটি স্বাভাবিক। আমরাও আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি। স্রেফ তাকে একটু মানসিকভাবে কমফোরটেবল রাখতেই এটা করা হয়েছে। তার মুভমেন্টের সময় পাশে থাকবেন ওই নিরাপত্তারক্ষী। সাময়িক ব্যবস্থা এটি, আশা করি লম্বা সময় রাখতে হবে না।”
কলকাতায় যাওয়ার আগে গত বৃহস্পতিবার বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে সেলফি তুলতে চাওয়া এক ভক্তের মোবাইল ফোন সাকিব ছুঁড়ে ফেলেন বলে অভিযোগ ওঠে। মোহাম্মদ সেক্টর নামে ওই ব্যক্তি দাবি করেন, সাকিব উগ্র মেজাজে তার ফোন কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলেন। সেটি নিয়ে বিতর্কের রেশ শেষ না হতেই কালীপূজা উদ্বোধনের খবর নিয়ে শুরু হয় আলোচনা।
পরে সোমবার রাতে নিজের ইউটিউব চ্যানেলে সাকিব দাবি করেন, ফোন ভাঙার ঘটনা ইচ্ছাকৃত ছিল না। কলকাতায় পূজা উদ্বোধন করতে যাননি বলেও জানান তিনি। তবে অভিযোগগুলো তিনি স্বীকার না করলেও ক্ষমা প্রার্থনা করেন ভুল-ত্রুটির জন্য।
-
দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
-
‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
-
পান্তের অসাধারণ সেঞ্চুরিতে ভারতের লিড
-
ফিঞ্চ আর বোলারদের নৈপুণ্যে সমতায় অস্ট্রেলিয়া
-
অবশেষে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন শানাকা
-
‘স্মিথ রাজি থাকলে তাকেই অধিনায়ক করা উচিত’
-
কোভিড পজিটিভ আইরিশ ক্রিকেটার, চট্টগ্রামে পরিত্যক্ত ম্যাচ
-
আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
সর্বাধিক পঠিত
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি
- আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- টিভি সূচি (শুক্রবার, ০৫ মার্চ ২০২১)
- কোভিড পজিটিভ আইরিশ ক্রিকেটার, চট্টগ্রামে পরিত্যক্ত ম্যাচ