ভয়ংকর ডি ককের ‘ভক্ত’ বাটলার
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Nov 2020 04:50 PM BdST Updated: 17 Nov 2020 04:50 PM BdST
সময়ের সবচেয়ে বিস্ফোরক ব্যাটসম্যানদের একজন জস বাটলার। তার পছন্দের ক্রিকেটারদের তালিকার ওপরের দিকে আছেন আরেক বিধ্বংসী ব্যাটসম্যান কুইন্টন ডি কক। আসছে দক্ষিণ আফ্রিকা সফরে তার ‘প্রিয়’ ক্রিকেটারই ইংল্যান্ডের জন্য দুর্ভাবনার কারণ হয়ে উঠতে পারে বলে মনে করেন দলটির ওয়ানডে ও টি-টোয়েন্টির সহ-অধিনায়ক বাটলার।
সম্প্রতি এই দুই কিপার-ব্যাটসম্যান প্রতিপক্ষ ছিলেন আইপিএলে। বাটলারের রাজস্থান রয়্যালস টুর্নামেন্টের লিগ পর্ব থেকে ছিটকে গেলেও নিজেদের পঞ্চম শিরোপা ঘরে তোলে ডি ককের মুম্বাই ইন্ডিয়ান্স। দলটির এই সাফল্যে বড় অবদান ছিল বাঁহাতি ওপেনারের।
এই মাসের শেষ দিকে আবারও মুখোমুখি হবেন বাটলার-ডি কক, এবার আন্তর্জাতিক ক্রিকেটে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে সোমবার দেশ ছেড়েছে ইংল্যান্ড দল। সিরিজকে সামনে রেখে প্রতিপক্ষের সীমিত ওভার ক্রিকেটের অধিনায়ক ডি কককে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান বাটলার।
“আমি তার অনেক বড় ভক্ত। আমার চোখে, সে অসাধারণ একজন ক্রিকেটার। তার ক্রিকেট মস্তিষ্ক দারুণ। সে যেভাবে খেলাটিকে দেখে ও বোঝে এবং যেভাবে খেলে; আমার খুব পছন্দ।”
শুধু ব্যাটসম্যান ডি ককের নন, উইকেটের পেছনে তার কার্যকরী ভূমিকাতেও মুগ্ধ বাটলার। ইংলিশ কিপার-ব্যাটসম্যানের সময়ের সবচেয়ে প্রিয় ক্রিকেটারদের একজন এই দক্ষিণ আফ্রিকান।
“এই মুহূর্তে সম্ভবত সে বিশ্ব ক্রিকেটে আমার ফেভারিট ক্রিকেটারদের একজন। তার বিপক্ষে খেলার অভিজ্ঞতা থেকে জেনেছি, ব্যাট হাতে তাকে দমিয়ে রাখা খুব কঠিন। আমি তার উইকেটকিপিংয়ের ধরনও উপভোগ করি, সে দারুণ কিপার। সে দুর্দান্ত একজন ক্রিকেটার এবং দক্ষিণ আফ্রিকায় এই সফরে সে আমাদের জন্য সত্যিই ভয়ংকর হবে।”
আগামী ২৭ নভেম্বর কেপ টাউনে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। ওয়ানডে সিরিজটি শুরু হবে ৪ ডিসেম্বর থেকে।
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- দেখিয়ে দিতে চান আজার
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- ৮ কেজি সোনাসহ বিমানকর্মী আটক