কোভিড ১৯ : সেরে উঠেছেন মাহমুদউল্লাহ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Nov 2020 02:04 PM BdST Updated: 17 Nov 2020 02:25 PM BdST
সংক্রমণ শনাক্ত হওয়ার দুই সপ্তাহের আগেই করোনাভাইরাস মুক্ত হলেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটারের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে মঙ্গলবার। এখন মাঠে ফিরতে তার তর সইছে না, বুধবার থেকেই শুরু করতে চান অনুশীলন।
পাকিস্তান সুপার লিগ খেলতে করাচি যাওয়ার আগে রুটিন পরীক্ষা করানোর পর গত ৬ নভেম্বর মাহমুদউল্লাহর শরীরে কোভিড শনাক্ত হয়। নিশ্চিত হতে পরদিন পরীক্ষা করান আরেক দফায়, সেটিতেও ফল আসে পজিটিভ। এরপর আর পাকিস্তান যেতে পারেননি তিনি, আইসোলেশনে ছিলেন নিজের বাসায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মাহমুদউল্লাহ জানালেন, মাঠে ফিরতে তিনি অধীর অপেক্ষায় আছেন।
“ রিপোর্ট নেগেটিভ পেয়েছি আজকে। এমনিতে খুব বেশি সমস্যা ছিল না, একটু ঠাণ্ডা ছাড়া তীব্র কোনো উপসর্গ ছিল না। বাচ্চাদের কাছ থেকে, পরিবারের সবার থেকে আলাদা থাকাই ছিল সবচেয়ে কষ্টের। দূর থেকেই ওদের দেখেছি, কথা বলেছি। স্বস্তির ব্যাপার ছিল যে বাসার অন্য কারও কিছু হয়নি। এখন আমি পুরোপুরি সুস্থ। ”
“ আমি তো কালকে থেকেই মাঠে ফিরতে চাই। এমনিতে খুব ভালো আছি, দুর্বলতা বা কোনো সমস্যা অনুভব করছি না। তবে ব্যাটিং-বোলিং করলে বুঝতে পারব শরীরের আসল অবস্থা। তখন বুঝতে পারব কোনো ঘাটতি আছে কিনা বা কতটা আছে, কোথায় কাজ করতে হবে।”
২৪ নভেম্বর শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলবেন মাহমুদউল্লাহ। এই দলে আছেন সাকিব আল হাসানও।
-
দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
-
‘সব সময়ের সেরাদের একজন হবে পান্ত’
-
পান্তের অসাধারণ সেঞ্চুরিতে ভারতের লিড
-
ফিঞ্চ আর বোলারদের নৈপুণ্যে সমতায় অস্ট্রেলিয়া
-
অবশেষে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন শানাকা
-
‘স্মিথ রাজি থাকলে তাকেই অধিনায়ক করা উচিত’
-
কোভিড পজিটিভ আইরিশ ক্রিকেটার, চট্টগ্রামে পরিত্যক্ত ম্যাচ
-
আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
সর্বাধিক পঠিত
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি
- আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- টিভি সূচি (শুক্রবার, ০৫ মার্চ ২০২১)
- কোভিড পজিটিভ আইরিশ ক্রিকেটার, চট্টগ্রামে পরিত্যক্ত ম্যাচ