পেইন ব্যর্থ হলে স্মিথে ভরসা টেইলরের
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Nov 2020 04:37 PM BdST Updated: 16 Nov 2020 04:38 PM BdST
আরও তিন থেকে চার বছর খেলার ইচ্ছা টিম পেইনের। তত দিন তিনিই টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিলে পরবর্তী অধিনায়কের জন্য তরুণদের সম্ভাবনা বেড়ে যাবে, মনে করছেন মার্ক টেইলর। তবে এর আগে পেইন ইতি টানলে নেতৃত্বে আবারও স্টিভেন স্মিথকে দেখতে চান অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিং কাণ্ডে জড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন স্মিথ। আর নেতৃত্বে নিষেধাজ্ঞা পেয়েছিলেন দুই বছর। এরপর থেকে অস্ট্রেলিয়া টেস্ট দলকে নেতৃত্ব দিচ্ছেন ৩৫ বছর বয়সী পেইন।

“পেইন যদি আরও কয়েক বছর (অধিনায়কত্বে) থাকে, এটা সম্ভবত স্মিথের বিপক্ষে যাবে। তারা (ক্রিকেট অস্ট্রেলিয়া) হয়তো ট্রাভিস হেডের মতো তরুণ কাউকে দায়িত্ব দিতে চাইবে। কিন্তু যদি পেইনের সময় ভালো না যায় কিংবা তার যদি পরের ১২ মাসে বা এরপরে মনে হয় অনেক হয়েছে, আমি চাইব তখন তারা যেন অবশ্যই স্মিথকে আবার বিবেচনা করে।”
২০১৮ সালের মার্চে পেইন অধিনায়ক হওয়ার পর থেকে ১৯ টেস্ট খেলে অস্ট্রেলিয়া ১০ জয়ের বিপরীতে হেরেছে ছয়টি, তিনটি ড্র।
স্মিথ নেতৃত্বের স্বাদ প্রথম পেয়েছিলেন ২০১৪ সালে, বোর্ডার-গাভাস্কার ট্রফির ব্রিজবেন টেস্টে। তার সুযোগটি এসেছিল সেই সময়ের অধিনায়ক মাইকেল ক্লার্কের হ্যামস্ট্রিং চোটে। প্রথম টেস্টের পর ক্লার্ক ছিটকে পড়ায় বাকি তিন টেস্টে নেতৃত্ব দেন স্মিথ।
তার নেতৃত্বে অস্ট্রেলিয়া ৩৪ টেস্ট খেলে জেতে ১৮টিতে। ১০ হারের সঙ্গে ছিল ৬ ড্র। ৫১ ওয়ানডেতে ২৫ জয়, ২৩ হার। ৮ টি-টোয়েন্টিতে চারটি করে জয়-পরাজয়।
-
ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন এনামুল-মোসাদ্দেক-সাইফ
-
মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
-
ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
-
ফল প্রসবা মিরপুরে জয়ের আশায় বাংলাদেশ
-
কাউন্টিতে রানের বন্যা বইয়ে ভারত টেস্ট দলে ফিরলেন পুজারা
-
বাংলাদেশকে হারানোর কার্যকর একাদশ সাজাচ্ছে শ্রীলঙ্কা
-
মিরপুরে মুমিনুলের পেস ভরসা ইবাদত-খালেদ
-
‘মোসাদ্দেককে ব্যবহারে কৌশলী হতে হবে’
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- পিএসজির গোল উৎসবে এমবাপের হ্যাটট্রিক
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- আমাকে ‘বুড়া’ ডেকেছিল: ঢাবির পঞ্চাশোর্ধ্ব ভর্তি পরীক্ষার্থী বেলায়েত
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- আইনপ্রণেতা হাজি সেলিম দণ্ড নিয়ে কারাগারে
- জামিন নয়, নর্থ সাউথের চার ট্রাস্টিকে পুলিশে দিল হাই কোর্ট
- স্বপ্নময় শুরুর পর লাইপজিগের প্রথম শিরোপা