বাবরকে নিয়ে জহির আব্বাসের শঙ্কা

বাবর আজমের কাঁধে দায়িত্বের বোঝা কেবলই বাড়ছে। ওয়ানডে ও টি-টোয়েন্টির পর পাকিস্তান টেস্ট দলেরও নেতৃত্ব পেয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। তাকে এত দায়িত্ব দেওয়া মোটেই পছন্দ হচ্ছে না জহির আব্বাসের। এই ব্যাটিং গ্রেটের শঙ্কা, এতে না হিতে বিপরীত হয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2020, 02:23 PM
Updated : 15 Nov 2020, 02:23 PM

কারো কারো জন্য নেতৃত্ব চাপ হয়ে দেখা দেয়। নেতিবাচক ছাপ পড়ে খেলায়। ছন্দ হারিয়ে ফেলার উদাহরণ খুব কম নয়। শনিবার পাকিস্তানের সংবাদপত্র ডনকে জহির জানালেন, বাবরের ক্ষেত্রেও সেই শঙ্কা দেখছেন তিনি।

“দীর্ঘদিন পর পাকিস্তান বাবরের মতো মানসম্পন্ন একজন ব্যাটসম্যান পেয়েছে। এই বয়সে তার ওপর এত বেশি দায়িত্ব পিসিবি কেন চাপিয়ে দিয়েছে, তা জানি না। এটা হিতে বিপরীত হতে পারে। আর তাই যদি হয়, তাহলে এটা শেষমেশ বাবরের ফর্মকে প্রভাবিত করবে। পাকিস্তান দল অনেক ক্ষতিগ্রস্ত হবে।”

“যাই হোক, পাকিস্তান দল এবং বাবরের জন্য শুভকামনা। আশা করি, সে নিজেকে শক্তিশালী হিসেবে প্রমাণিত করবে এবং সামনের সব চ্যালেঞ্জ মোকাবেলা করবে।”

অধিনায়ক হিসেবে সাদা পোশাকে ২৬ বছর বয়সী বাবরের অভিষেক হতে যাচ্ছে আসন্ন নিউ জিল্যান্ড সফর দিয়ে।