করাচিতে কোয়ারেন্টিন শেষে প্রস্তুতি ম্যাচে তামিম

দেশ থেকে দুই দফা কোভিড পরীক্ষায় নেগেটিভ সার্টিফিকেট নিয়ে করাচি যাওয়ার পর আবার পরীক্ষা হয়েছে দুই দফায়। এরপর অনুমতি মিলেছে হোটেল কক্ষ থেকে বের হওয়ার। করাচিতে দুই দিনের কোয়ারেন্টিন শেষে বৃহস্পতিবার লাহোর কালান্দার্সের প্রস্তুতি ম্যাচে খেলেছেন তামিম ইকবাল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2020, 04:10 PM
Updated : 12 Nov 2020, 04:10 PM

করাচির জাতীয় স্টেডিয়ামে মুলতান সুলতানসের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচে তামিম করেছেন ৩৭ রান।

তামিমের সঙ্গে লাহোর কালান্দার্সের অন্য তিন বিদেশি ক্রিকেটার বেন ডাঙ্ক, ডেভিড ভিসা ও সামিত প্যাটেলও খেলেছেন এই ম্যাচে।

পাকিস্তান সুপার লিগের এলিমিনেটর ম্যাচে শনিবার তামিমের লাহোর মুখোমুখি হবে তার পুরনো দল পেশাওয়ার জালমির। ওই ম্যাচ জিতলে পরদিনই দ্বিতীয় এলিমিনেটর ম্যাচ।

এই টুর্নামেন্টে মুলতানের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন মাহমুদউল্লাহ। কিন্তু যাওয়ার আগে তার কোভিড পরীক্ষার ফল আসে পজিটিভ। এরপর থেকে নিজ বাসায় আইসোলেশনে আছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।