মুশফিক ঢাকায়, বরিশালে তামিম, খুলনায় সাকিব-মাহমুদউল্লাহ

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফটে লটারিতে প্রথম ডাকার সুযোগ পেয়ে বেক্সিমকো ঢাকা দলে নিয়েছে মুশফিকুর রহিমকে। দ্বিতীয় দল হিসেবে সুযোগ পেয়ে জেমকন খুলনা দলে নিয়েছে সাকিব আল হাসানকে। এরপর ফরচুন বরিশাল ডেকেছে তামিম ইকবালকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2020, 06:51 AM
Updated : 12 Nov 2020, 08:08 AM

‘এ’ গ্রেডে থাকা মুস্তাফিজুর রহমানকে প্রথম ডাকে দলে নিয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। মিনিস্টার গ্রুপ রাজশাহী শুরুর ডাকে দলে নিয়েছে ‘বি’ গ্রেডে থাকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিনকে। শীর্ষ গ্রেডের আরেক ক্রিকেটার, করোনাভাইরাস আক্রান্ত হয়ে আপাতত আইসোলেশনে থাকা মাহমুদউল্লাহকে দ্বিতীয় রাউন্ডে দলে নিয়েছে খুলনা।

দ্বিতীয় রাউন্ডে লিটন দাসকে নিয়েছে চট্টগ্রাম, আফিফ হোসেনকে বরিশাল, রুবেল হোসেনকে ঢাকা ও মেহেদি হাসানকে নিয়েছে রাজশাহী।

ঢাকার একটি হোটেলে বৃহস্পতিবার দুপুরে হয়েছে এই ড্রাফট। 

‘এ’ গ্রেডে থাকা ৫ ক্রিকেটারের পারিশ্রমিক এই টুর্নামেন্টে ১৫ লাখ টাকা করে। ‘বি’ গ্রেডের পারিশ্রমিক ১০ লাখ টাকা, ‘সি’ গ্রেডে ৬ লাখ ও ‘বি’ গ্রেডে ৪ লাখ টাকা। ৫টি দল স্কোয়াডে নিতে পারবে সর্বোচ্চ ১৬ জন করে ক্রিকেটার।

তৃতীয় ও চতুর্থ রাউন্ডে ঢাকা দলে নিয়েছে তরুণ আগ্রাসী ওপেনার তানজিদ হাসান তামিম ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে, খুলনা নিয়েছে ইমরুল কায়েস ও পেসার হাসান মাহমুদকে। রাজশাহী এই দুই রাউন্ডে ডেকেছে নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহানকে, চট্টগ্রাম মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকারকে, বরিশাল ডেকেছে তাসকিন আহমেদ ও সম্প্রতি প্রেসিডেন্ট’স কাপে দারুণ পারফর্ম করা ইরফান শুক্কুরকে।

প্রথম ৮ রাউন্ডে উল্লেখযোগ্য আরও দল পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার জিয়াউর রহমান, ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের আকবর আলি, শাহাদাত হোসেন দিপু, শামীম হোসেন পাটোয়ারি, তৌহিদ হৃদয়, শরিফুল ইসলামরা।

চোটের কারণে ড্রাফটে নেই মাশরাফি বিন মুর্তজা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাকে পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। তখন যে কোনো দল চাইলে তাকে নিতে পারবে। একাধিক দল আগ্রহী হলে তাদের মধ্যে হবে লটারি।

ফিটনেস পরীক্ষায় উতরাতে না পারায় ড্রাফটে জায়গা হয়নি নাসির হোসেন, সোহাগ গাজী, ইলিয়াস সানির মতো ঘরোয়া ক্রিকেটের নিয়মিতদের।

টুর্নামেন্ট শুরুর তারিখ এখনও চূড়ান্ত হয়নি। শুরু হতে পারে নভেম্বরের তৃতীয় সপ্তাহে। জৈব-সুরক্ষা বলয়ে টিম হোটেলে থাকবেন সব ক্রিকেটার। সব ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

৮ রাউন্ড শেষে কে কোন দলে :

বেক্সিমকো ঢাকা : মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈম শেখ, নাঈম হাসান, শাহাদাত হোসেন দিপু, আকবর আলি।

জেমকন খুলনা : সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন, এনামুল হক, শামীম হোসেন পাটোয়ারি, আরিফুল হক।

মিনিস্টার গ্রুপ রাজশাহী : মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, ইবাদত হোসেন।

গাজী গ্রুপ চট্টগ্রাম : মুস্তাফিজুর রহমান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম।

ফরচুন বরিশাল : তামিম ইকবাল, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ চৌধুরি, তৌহিদ হৃদয়, তানভির ইসলাম।