কোভিড পজিটিভ হাবিবুল বাশার

ক্রিকেটাঙ্গনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। আক্রান্ত হয়েছেন এবার জাতীয় নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। গত কয়েক দিনে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন দুই সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ ও মুমিনুল হক।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2020, 05:01 PM
Updated : 11 Nov 2020, 05:01 PM

নিজ বাসায় কোয়ারেন্টিনে আছেন হাবিবুল। তার স্ত্রী, সন্তানের পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হাবিবুল জানালেন, শারীরিক অস্বস্তি তেমন একটা নেই তার।

“দুই দিন প্রচণ্ড জ্বর ছিল। জ্বর একটু কমার পর টেস্ট করিয়েছি, আজকে ফল পেয়েছি পজিটিভ। এমনিতে খুব একটা শারীরিক সমস্যা অনুভব করছি না। সবার কাছে দোয়া প্রার্থী যেন দ্রুত সুস্থ হতে পারি।”

জাতীয় নির্বাচক হিসেবে দায়িত্ব পালনে গত কিছুদিনে নিয়মিতই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসেছেন হাবিবুল।

এর আগে মঙ্গলবার জানা গেছে মুমিনুলের শরীরে করোনাভাইরাস শনাক্তের খবর। সামনের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তার খেলা নিয়ে আছে শঙ্কা। তার আগে আক্রান্ত হয়ে পাকিস্তান সুপার লিগে খেলতে যেতে পারেননি মাহমুদউল্লাহ।