৩৫ জনের দলে নেই মালিক-আমির-শফিক
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Nov 2020 07:27 PM BdST Updated: 11 Nov 2020 07:27 PM BdST
জিম্বাবুয়ে সিরিজের পর নিউ জিল্যান্ড সফরের দলেও জায়গা পাননি মোহাম্মদ আমির ও শোয়েব মালিক। পাকিস্তানের হয়ে টানা টেস্ট খেলার রেকর্ডধারী আসাদ শফিককেও রাখা হয়নি কিউইদের বিপক্ষে। এই সিরিজের জন্য তারুণ্য নির্ভর দল সাজিয়েছে পাকিস্তান।
নিউ জিল্যান্ড জাতীয় দল ও ‘এ’ দলের বিপক্ষে সিরিজের জন্য ৩৫ সদস্যের দল বুধবার ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগের দিন বাবর আজমকে টেস্ট অধিনায়কত্ব দিয়েছে তারা। লাল বলে বাবরের ডেপুটি মোহাম্মদ রিজওয়ান, আর সাদা বলে শাদাব খান।
ঘরোয়া ক্রিকেটে ভালো করার পুরস্কার পেয়েছেন পেসার আমাদ বাট, মিডল-অর্ডার ব্যাটসম্যান দানিশ আজিজ, ইমরান বাট ও কিপার-ব্যাটসম্যান রোহাইল নাজির। জাতীয় দলের হয়ে এখনও অভিষেক না হওয়া এই চারজন আছেন দলে।
নিউ জিল্যান্ডে এরা মূলত খেলবেন পাকিস্তান ‘এ’ দলের হয়ে। যদিও এখন পর্যন্ত ‘এ’ দলের সিরিজের সূচি চূড়ান্ত হয়নি। জাতীয় দলের প্রয়োজনেও ডাকা হতে পারে এই ক্রিকেটারদের।
২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অভিষেক হওয়ার পর কেবল একটি টেস্ট খেলেননি শফিক। পাকিস্তানের গত ৭২ টেস্টে ছিলেন মিডল-অর্ডার এই ব্যাটসম্যান। দলটির হয়ে টানা টেস্ট খেলার রেকর্ড এটি। আগের রেকর্ড ছিল জাভেদ মিয়াদাদের, ৫৩টি।
পাকিস্তানের হয়ে ৭৭ টেস্ট খেলা শফিক জায়গা হারিয়েছেন ফর্মের অভাবে। দলটির হয়ে সবশেষ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ইনিংসে কেবল ৬৭ রান করেছিলেন তিনি।
আগামী ২৪ নভেম্বর নিউ জিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বেন পাকিস্তানের ক্রিকেটার ও স্টাফরা। সেখানে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। আগামী ১৮, ২০ ও ২২ ডিসেম্বর হবে ম্যাচ তিনটি। এরপর দুই টেস্টের প্রথমটি শুরু ২৬ ডিসেম্বর এবং পরেরটি ২০২১ সালের ৩ জানুয়ারি।
পাকিস্তান দল: আবিদ আলি, আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম-উল-হক, শান মাসুদ, জিশান মালিক, বাবর আজম (অধিনায়ক), আজহার আলি, দানিশ আজিজ, ফাওয়াদ আলম, হায়দার আলি, হারিস সোহেল, হুসাইন তালাত, ইফতিখার আহমেদ, ইমরান বাট, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান, রোহাইল নাজির, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, উসমান কাদির, ইয়াসির শাহ, জাফর গোহার, আমাদ বাট, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ মুসা, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, সোহেল খান, ওয়াহাব রিয়াজ।
-
ইতিহাসের হাতছানি আম্পায়ার দম্পতির সামনে
-
সাদা বলে ইংল্যান্ডের নতুন অধিনায়ক বাটলার
-
খাওয়াজা-গ্রিনের ব্যাটে অস্ট্রেলিয়ার লিড
-
হাসান মাহমুদ-নাঈমের দ্যুতিময় বোলিং
-
ছিটকে গেলেন রোহিত, এজবাস্টনে ভারতের অধিনায়ক বুমরাহ
-
‘লোকে শুধু কোহলির সেঞ্চুরি দেখে’
-
অ্যান্ডারসন ফেরায় বাদ রেকর্ড গড়া ওভারটন
-
একই দলে খেলতে পারেন কোহলি-বাবররা
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- পদ্মা সেতুর নাট খুলে গ্রেপ্তার ‘সাবেক শিবিরকর্মী’
- পদ্মা সেতুতে আবেগাপ্লুত ভারতের পর্যটক
- ‘হিরোগিরি দেখাতে গিয়ে’ শিক্ষক খুনের আসামি জিতু রিমান্ডে