কাদিরের স্পিনে হোয়াইটওয়াশড জিম্বাবুয়ে

সিরিজ যত এগিয়েছে ততই যেন দুর্বোধ্য হয়ে উঠেছেন উসমান কাদির। তৃতীয় টি-টোয়েন্টিতে তো তিনি দাঁড়াতেই দেননি জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের। আরেকটি অনায়াস জয়ে চামু চিবাবাদের হোয়াটওয়াশ করেছে পাকিস্তান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2020, 01:22 PM
Updated : 10 Nov 2020, 03:09 PM

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৮ উইকেটে জিতেছে বাবর আজমের দল। তেমন কোনো জুটি গড়তে না পারা জিম্বাবুয়ে ৯ উইকেটে করে ১২৯ রান। ২৮ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে নিয়মিত উইকেট হারায় জিম্বাবুয়ে। প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পারেন কেবল অধিনায়ক চিবাবা।

দ্রুত রান তোলা এই ওপেনারকে ফিরিয়ে শিকার ধরা শুরু করেন কাদির। ২৭ বছর বয়সী লেগ স্পিনার গুঁড়িয়ে দেন সফরকারীদের মিডল অর্ডার। ওয়েসলি মাধেভেরেকে দ্রুত বিদায় করার পর থামান বড় শটের চেষ্টায় থাকা অভিষিক্ত মিল্টন শুম্বাকে।

পরে বিদায় করেন নিজের সবশেষ ইনিংস খেলতে নামা এল্টন চিগুম্বুরাকে। শেষের দিকে ডনাল্ড টিরিপানোর ব্যাটে ১২০ ছাড়ায় জিম্বাবুয়ের সংগ্রহ।

ছোট পুঁজি নিয়ে লড়াই করতে পারেনি জিম্বাবুয়ে। তবে শেষ ম্যাচেও ছন্দে ফিরতে পারেননি ফখর জামান। ভালো শুরুটা কাজে লাগাতে ব্যর্থ বাঁহাতি এই ওপেনার। আগের ম্যাচে ফিফটি পাওয়া হায়দার আলি ২০ বলে দুই ছক্কা ও এক চারে ২৭ রান।

অভিষিক্ত আব্দুল্লাহ শফিককে সুযোগ দিতে ওপেনিংয়ে নামেননি নিয়মিত ওপেনার বাবর। অধিনায়ককে হতাশ করেননি শফিক। খুশদিল শাহকে সঙ্গে নিয়ে দলকে নিয়ে যান জয়ের বন্দরে।

৩৩ বলে ৪১ রানে অপরাজিত থাকেন শফিক। ছক্কায় ম্যাচ শেষ করা খুশদিল ১৫ বলে তিনটি করে ছক্কা ও চারে করেন ৩৬ রান।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১২৯/৯ (টেইলর ৮, চিবাবা ৩১, আরভিন ৪, মাধেভেরে ৯, বার্ল ১, শুম্বা ১১, চিগুম্বুরা ২, টিরিপানো ২৮, মাসাকাদজা ১১, ফারাজ ২*, মুজারাবানি ৫*; হাসনাইন ৪-০-২২-১, রউফ ৪-০-৩৮-১, ইমাদ ৪-০-২৭-২, মুসা ৪-০-২৩-০, কাদির ৪-০-১৩-৪)

পাকিস্তান: ১৫.২ ওভারে ১৩০/২ (ফখর ২১, শফিক ৪১*, হায়দার ২৭, খুশদিল ৩৬*; মুজারাবানি ২-০-১৩-০, টিরিপানো ২-০-১৭-০, ফারাজ ২.২-০-১২-০, মাসাকাদজা ২-০-১৯-১, মাধেভেরে ২-০-১৪-০, বার্ল ৩-০-২৭-০, শুম্বা ২-০-২৮-১)

ফল: পাকিস্তান ৮ উইকেটে জয়ী

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে পাকিস্তান ৩-০তে জয়ী

ম্যান অব দা ম্যাচ: উসমান কাদির

ম্যান অব দা সিরিজ: উসমান কাদির