এবার আসাদ শফিকের শাস্তি

সরফরাজ আহমেদের পর শাস্তি পেলেন আসাদ শফিক। কায়েদ-ই-আজম ট্রফির ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে জরিমানার মুখে পড়েছেন পাকিস্তানের এই ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2020, 12:18 PM
Updated : 9 Nov 2020, 12:18 PM

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতি দিয়ে সোমবার জানায়, ম্যাচ ফির ২০ শতাংশ কাটা হবে শফিকের।

ঘটনাটা রোববার ম্যাচের তৃতীয় দিনের। করাচিতে নর্দানের বিপক্ষে সিন্ধের দ্বিতীয় ইনিংসে এলবিডব্লিউ হয়ে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি শফিক, প্রশ্ন তোলেন সিদ্ধান্ত নিয়ে।

দিনের খেলা শেষে মাঠের দুই আম্পায়ার ফয়সাল আফ্রিদি ও সাকিব খান এই আচরণের বিরুদ্ধে অভিযোগ করেন। পরে ম্যাচ রেফারি মোহাম্মদ আনিসের দেওয়া শাস্তি মেনে নেন ৩৪ বছর বয়সী শফিক। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

একই ম্যাচের দ্বিতীয় দিন সিন্ধের অধিনায়ক সরফরাজ আম্পায়ারের একটি সিদ্ধান্ত মানতে না পেরে অশালীন মন্তব্য করে বসেন। এই ঘটনায় পাকিস্তানের সাবেক অধিনায়ককে জরিমানা করা হয় ম্যাচ ফির ৩৫ শতাংশ।