সরফরাজের শাস্তি

মেজাজ হারিয়ে অশালীন ভাষা ব্যবহার করে বিপাকে পড়েছেন সরফরাজ আহমেদ। আচরণ বিধির ধারা ভেঙে জরিমানা গুনতে হচ্ছে পাকিস্তানের সাবেক এই অধিনায়ককে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2020, 10:32 AM
Updated : 8 Nov 2020, 10:32 AM

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতি দিয়ে রোববার জানায়, ম্যাচ ফির ৩৫ শতাংশ কাটা হবে সরফরাজের।

দেশটির ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফিতে সিন্ধ একাদশকে নেতৃত্ব দিচ্ছেন কিপার-ব্যাটসম্যান সরফরাজ। নর্দানের বিপক্ষে ম্যাচে শনিবার আম্পায়ারের একটি সিদ্ধান্ত মানতে পারেননি তিনি। ক্ষোভে করে বসেন অশালীন মন্তব্য।

পরে মাঠে থাকা দুই আম্পায়ার ফয়সাল আফ্রিদি ও সাকিব খান এই আচরণের বিরুদ্ধে অভিযোগ করেন। ম্যাচ রেফারি মোহাম্মদ আনিসের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন সরফরাজ।

আরেক ম্যাচে সেন্ট্রাল পাঞ্জাবের ব্যাটসম্যান উসমান সালাহউদ্দিনকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়। এলবিডব্লিউর আবেদনে বারবার ব্যাট দেখিয়ে আম্পায়ারকে বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।